Sobhita Naga Wedding

শ্বশুর নাগার্জুন সামান্থাকে যে উপহার দিয়েছিলেন, শোভিতার ক্ষেত্রে কি পছন্দ বদল হল?

বিয়ের সময় সামান্থাকে এক অভিনব উপহার দেন নাগার্জুন। শোভিতার ক্ষেত্রে কী উপহার দিচ্ছেন হবু শ্বশুর?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৯:০১

গ্রাফিক : আনন্দবাজার অনলাইন।

মাঝে একটা দিন, তার পরই চার হাত এক হবে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। যদিও হবু বৌমার সৌন্দর্যে এক সময় নিজেই কুপোকাত হয়েছিলেন নাগার্জুন। এমনকি, ক্যামেরার সামনে তাঁকে ‘হট’ বলতেও সঙ্কোচ বোধ করেননি নাগার বাবা। যদিও ছেলের সঙ্গে শোভিতার বাগ্দান হওয়ার পর থেকেই হবু বৌমার প্রশংসায় পঞ্চমুখ নাগার্জুন। তবে শুধু শোভিতা নয়, এককালে একই ভাবে সামান্থার প্রশংসা শোনা গিয়েছিল অভিনেতার কণ্ঠে। শ্বশুর হিসাবে নাগার্জুনের দরাজ প্রশংসা করতেন সামান্থাও। তবে ভাগ্যের লিখনে নাগা-সামান্থার বিয়ে ভেঙেছে। নতুন জীবনসঙ্গী বেছে নিয়েছেন নাগা। শ্বশুরের কতর্ব্য পালন করতে বিচ্যুত হননি নাগার্জুন। বিয়ের সময় সামান্থাকে এক অভিনব উপহার দেন নাগার্জুন, তেমনই শোভিতার ক্ষেত্রে কোন উপহার দিচ্ছেন অভিনেতা?

Advertisement

নাগা-শোভিতার বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। জানা গিয়েছে, শোভিতার পরিবারের রীতি মেনেই বিয়ে হবে তারকা যুগলের। তাই এখনও পর্যন্ত যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে সবই শোভিতার পরিবারের। ইতিমধ্যেই ‘হলুদ কোটা’, ‘মঙ্গলস্নান’ এর মতো অনুষ্ঠান হয়ে গিয়েছে। প্রতিবারই দক্ষিণ ভারতীয় গয়নায় সেজেছেন তিনি। বিয়ের দিনেও সাজপোশাকে থাকবে সাবেকি ছোঁয়া। যদিও হবু পুত্রবধূকে উপহার দেওয়ার ক্ষেত্রে আধুনিকতাকেই বেছে নিয়েছেন। শোভিতাকে নাগার্জুন দিচ্ছে আড়াই কোটির একটি বিলাসবহুল গাড়ি। লেক্সসাসের গাড়ি একটি নাগার্জুনেরও রয়েছে। এ বার হবু বৌমাকেও সেটা উপহার স্বরূপ দিচ্ছেন নাগার্জুন। যদিও সামান্থার ক্ষেত্রে অভিনবত্বের ছোঁয়া রেখেছিলেন নাগার বাবা। বিয়ের উপহার হিসাবে নাগা-সামান্থাকে তাঁদের হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োর অন্দরে একটি কটেজ দিয়েছিলেন নবদম্পতির একান্ত যাপনের কথা মাথায় রেখে। স্টুডিয়োর অন্দরে নাগার্জুনের নিজের আলাদা থাকার ঘর রয়েছে। মাঝেমধ্যে একান্ত যাপনের জন্য সেখানে যান তিনি। অনুরাগীদের একাংশের মত, সামান্থার তুলনায় শোভিতাকে একেবারে অন্য ধরনের উপহার দিচ্ছেন শ্বশুর নাগার্জুন।

Advertisement
আরও পড়ুন