Vikrant Massey

অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন বিক্রান্ত, পর দিনই তাঁর ছবি দেখলেন স্বয়ং প্রধানমন্ত্রী

সম্প্রতি অভিনেতার ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিটি মুক্তি পেয়েছে। সেটি সোমবার নতুন সংসদ ভবনে বালযোগী প্রেক্ষাগৃহে ৪টে নাগাদ দেখেন প্রধানমন্ত্রী। ২০০২ সালে গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই ছবি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫২
(বাঁ দিকে) বিক্রান্ত মাসে (ডান দিকে) নরেন্দ্র মোদী।

(বাঁ দিকে) বিক্রান্ত মাসে (ডান দিকে) নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত।

রবিবার মধ্যরাতে আচমকাই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন অভিনেতা বিক্রান্ত মাসে। স্বেচ্ছাবসর নিতে চান অভিনেতা। যদিও ২০২৪ সালটি বিক্রান্তের জীবনে অতন্ত তাৎপর্য পূর্ণ ছিল বলেই জানান অভিনেতা। ‘টুয়েলফ্থ ফেল’ থেকে ‘সবরমতী এক্সপ্রেস’ মুক্তি পেয়েছে এই বছরই। তা ছাড়াও ওটিটিতে বেশ কিছু কাজে চলতি বছরে দেখা গিয়েছে বিক্রান্তকে। একদা টেলিভিশনের জনপ্রিয় মুখ বিক্রান্ত। সেখান থেকে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করা। কাজের অভাব তেমন আর নেই। কিন্তু এ বার পরিবারকে সময় দিতে চান অভিনেতা। বাবা এবং স্বামীর দায়িত্ব পালনের তাগিদ থেকে এমন সিদ্ধান্ত নিতে চান বিক্রান্ত। কিন্তু অভিনেতার এমন স্বেচ্ছাবসর ঘোষণার দিনেই তার ছবি দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সম্প্রতি অভিনেতার ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিটি মুক্তি পেয়েছে। সেটি সোমবার নতুন সংসদ ভবনে বালযোগী প্রেক্ষাগৃহে ৪টে নাগাদ দেখেন প্রধানমন্ত্রী। ২০০২ সালে গোধরা-কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। একজন সাংবাদিকের চরিত্রে বিক্রান্তকে দেখা গিয়েছে এই ছবিতে। এই ছবিতে অভিনয় করার জন্য হুমকিবার্তা পেয়েছিলেন বিক্রান্ত। এই ছবির প্রশংসা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এই ছবি সত্যতার সঙ্গে তৈরি হয়েছে। কোনও আপস না করে তথ্যের উপর নির্ভর করেই এই ছবির নির্মাণ। অমিত শাহ এই ছবি নিয়ে সমাজমাধ্যমে লিখেছেন, “শত চেষ্টা করলেও সত্যকে কখনও অন্ধকারে চাপা দিয়ে রাখা যায় না। ‘দ্য সবরমতী রিপোর্ট’ একটা তৈরি হওয়া ধারণাকে ভেঙেছে সাহসের সঙ্গে। বহু সত্য প্রকাশ্যে আনা হয়েছে এই ছবির মাধ্যমে।” এ বার ছবি দেখে প্রধানমন্ত্রী কী বললেন সেটাই দেখার!

Advertisement
আরও পড়ুন