Amitabh Bachchan

ঐশ্বর্যার পদবিতে ‘বচ্চন’ অনীহা! ছেলের বিচ্ছেদের জল্পনার মাঝেই কি মেজাজ হারালেন অমিতাভ?

সম্প্রতি পদবি থেকে ‘বচ্চন’ মুছেছেন ঐশ্বর্যা। ক্রমাগত কাটাছেঁড়া করা হচ্ছে বচ্চন পরিবারের সমীকরণ নিয়ে। এ বার মুখ খুললেন অমিতাভ বচ্চন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৪
মৌনতা ভাঙলেন অমিতাভ বচ্চন।

মৌনতা ভাঙলেন অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

বচ্চন পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে চর্চার অন্ত নেই। মাস কয়েক ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের বিচ্ছেদের জল্পনা জোরালো হয়েছে। এ সবের মধ্যে রেহাই পায়নি কিশোরী কন্যা আরাধ্যা বচ্চনও। সম্প্রতি আরাধ্যার জন্মদিনের এক গুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন ঐশ্বর্যা। কিন্তু প্রাথমিক ভাবে কোথাও দেখা মেলেনি বাবা অভিষেকের। আদরের নাতনির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে কোনও পোস্ট দেখা যায়নি অমিতাভের তরফেও।

Advertisement

অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের পরকীয়ার গুঞ্জন ছড়িয়েছে গত এক মাসে। তার আগে থেকেই নাকি বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বর্যার। নিন্দকদের দাবি ছিল, সেই কারণে অম্বানীদের বিয়েবাড়িতে গোটা বচ্চন পরিবার যখন একসঙ্গে, সেখানে মেয়েকে নিয়ে একাই এলেন ঐশ্বর্যা। ক্রমাগত কাটাছেঁড়া করা হচ্ছে বচ্চন পরিবারের সমীকরণ নিয়ে। এ বার মুখ খুললেন অমিতাভ বচ্চন।

সমাজমাধ্যমে বিগ বি বেশ সক্রিয়। নিজের ছোটখাটো উপলব্ধি ভাগ করে নেন সেখানে। তাই কেন তিনি পুত্রবধূ ঐশ্বর্যা বা নাতনি আরাধ্যার জন্মদিনে শুভেচ্ছা জানাননি, তা নিয়ে শুরু হয় সমালোচনা। যদিও ছেলে অভিষেকের ছবি ‘আই ওয়ান্ট টু টক’ দেখে প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা। নেটাগরিকেরা বলতে শুরু করেন, কেবলই ছেলের প্রশংসাই করেন তিনি। বৌমা বা নাতনির দিকে তেমন কোনও খেয়াল নেই! সম্প্রতি দুবাইয়ে ঐশ্বর্যা একটি অনুষ্ঠানে নিজের বচ্চন পদবি মুছে কেবল ঐশ্বর্যা রাই নামে পরিচয় দিতেই তুমুল জল্পনা শুরু হয় চারিদিকে। এই চর্চার মধ্যেই এ বার নিজের এক্স হ্যান্ডেলে অমিতাভ লিখলেন, “চুপ”। সঙ্গে রেখেছেন একটি রাগের ইমোজি।

অভিনেতার এই পোস্টকে অনেকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন নেটাগরিকরা। কেউ কেউ আবার মশকরা করে লিখেছেন, ‘‘এটা তো জয়া বচ্চনের বলার কথা!’’ যদিও সম্প্রতি আরাধ্যার জন্মদিনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে অভিষেককে। তবে কি লুকোচুরি খেলছেন চর্চিত দম্পতি? এটাই এখন যেন বলিপাড়ার আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এ সবের মাঝে সব যে ঠিক আছে এটাই কি বোঝাতে চাইলেন ‘সিনিয়র বচ্চন’!

Advertisement
আরও পড়ুন