Martin Garrix-Ranbir Kapoor

রণবীরের জোরাজুরি, শেষ পর্যন্ত ভাঙা হিন্দিতেই ভারতের জয়গান গাইলেন বিদেশি ডিজে

‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর প্রচারে ব্যস্ত রণবীর কপূর। বেঙ্গালুরুতে ডিজে মার্টিন গ্যারিক্সের মঞ্চে পৌঁছে গেলেন রণবীর। তার পর?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ১৮:০১
Photograph of Martin Garrix and Ranbir Kapoor.

ছবির প্রচারে মার্টিন গ্যারিক্সের অনুষ্ঠানের মঞ্চে পৌঁছে গেলেন রণবীর কপূর। ছবি: সংগৃহীত।

৮ মার্চ মুক্তি পেতে চলেছে রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। আপাতত সেই ছবির প্রচারে ব্যস্ত রণবীর কপূর। স্ত্রী ও মেয়েকে মিস্ করছেন, তবে ছবির প্রতি নিজের দায়িত্ব থেকে একচুলও সরেননি অভিনেতা। সেই ছবির প্রচারের জন্যই বেঙ্গালুরুতে ছিলেন রণবীর। সেখানে থাকাকালীন অভিনেতা পৌঁছে যান ডিজে মার্টিন গ্যারিক্সের অনুষ্ঠানে। ভারত সফরে এসেছেন নেদারল্যান্ডের ডিজে। তাঁর অনুষ্ঠানে গিয়ে তাঁকে দিয়ে হিন্দিও বলালেন রণবীর। রণবীরের জোরাজুরিতে ভাঙা হিন্দিতে ‘মেরা ভারত মহান’ বললেন মার্টিন গ্যারিক্স। দর্শকের হুল্লোড়ে তখন কান পাতা দায়। সমাজমাধ্যমে ভাইরাল হল সেই ভিডিয়ো।

Advertisement

২০১৮-র পরে ফের চলতি বছরে ভারত সফরে এসেছেন নেদারল্যান্ডসের ডিজে মার্টিন গ্যারিক্স। বেঙ্গালুরুতে ছিল তাঁর প্রথম কনসার্ট। সেখানেই হাজির হন রণবীর কপূর। মঞ্চে উঠে মার্টিনের সঙ্গেই ছবির প্রচার সারেন রণবীর। দর্শককে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ দেখার জন্য আবেদন করেন মার্টিন। ভারতে এত উষ্ণ অভ্যর্থনার জন্য রণবীরকে ধন্যবাদও জানান তিনি। শেষে মার্টিনকে দিয়ে ‘মেরা ভারত মহান’ও বলান রণবীর। একে অজানা ভাষা, তায় রণবীরের কথার অর্থও বুঝছেন না! প্রথমে একটু থতমত খেলেও ভাঙা হিন্দিতে রণবীরের পরেই ‘মেরা ভারত মহান’ বলেন মার্টিন গ্যারিক্স। দর্শকের হাততালিতে তখন গমগম করছে গোটা চত্বর।

বেঙ্গালুরুর পরে হায়দরাবাদেও কনসার্ট ছিল ডিজে মার্টিন গ্যারিক্সের। সেখানে শ্রোতাদের জন্য ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবির ‘উ অন্তাভা’ গানের রিমিক্স গানটি পারফর্ম করেন মার্টিন। তখন ম়ঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণী তারকা অল্লু অর্জুনও। নিজের ছবির গানের নাচও করেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা। দুই প্রিয় তারকাকে একসঙ্গে মঞ্চে দেখে বাঁধভাঙা উচ্ছ্বাস অনুরাগীদের। সমাজমাধ্যমে একাধিক ভিডিয়ো থেকেই তা স্পষ্ট। ভারত সফরে এসে এর পর দিল্লি, মুম্বই, পুণে, কলকাতা, চেন্নাইয়েও কনসার্টে পারফর্ম করবেন মার্টিন গ্যারিক্স।

Advertisement
আরও পড়ুন