Christmas in Tollywood

বড়দিনে সান্তা ক্লজ়ের বেশে টলিপাড়ার পরিচিত মুখ, চেনেন এই অভিনেত্রীকে?

বড়দিনে অনুরাগীদের সামনে নতুন চমক হাজির করলেন অভিনেত্রী। সান্তা ক্লজ়ের বেশে তাঁকে দেখে অনেকেই চিনতে পারলেন না।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৮:১১
Known Tollywood actress dressed as santa claus on Christmas eve

সান্তা ক্লজ়ের বেশে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী। ছবি: সংগৃহীত।

বড় দিনে টলিপাড়ায় ছুটির দিন। প্রত্যেকেই তাঁদের পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। তার ঝলক সমাজমাধ্যমে পাওয়া যায়। এ দিকে অন্য ছবি ধরা পড়ল। সান্তা ক্লজ় সেজে অনুরাগীদের সামনে এলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী।

Advertisement

সোমবার অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে সান্তা ক্লজ় সেজে ‘জিঙ্গল বেল্‌স’ গানের সঙ্গে তাঁকে পা মেলাতে দেখা গিয়েছে। অভিনেত্রীকে এই পোশাকে দেখে প্রথমে অনুরাগীদের একটা বড় অংশ চিনতেই পারেননি। কেউ লিখেছেন, ‘‘আপনাকে দেখে তো চিনতেই পারছি না।’’ আবার কারও কথায়, ‘‘আপনাকে খুবই মিষ্টি লাগছে। এ রকম সান্তা আমাদের কেন উপহার দেয় না।’’

Known Tollywood actress dressed as santa claus on Christmas eve

অভিনেত্রী রুকমা রায়। ছবি: ফেসবুক।

আসলে সান্তা ক্লজ়ের ভূমিকায় হাজির হয়ে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী রুকমা রায়। কারণ কী? এই মুহূর্তে দর্শক রুকমাকে ‘রূপসাগরে মনের মানুষ’ ধারাবাহিকে দেখছেন। ধারাবাহিকের প্রয়োজনেই এই বিশেষ লুক। আনন্দবাজার অনলাইনকে রুকমা হেসে বললেন, ‘‘কেন এই লুক তা নিয়ে এখনই খুব বেশি বলতে চাই না। দর্শক পর্দায় দেখলে পুরোটা বুঝতে পারবেন।’’

রবিবার রাতে বন্ধুদের সঙ্গেই সময় কাটিয়েছেন রুকমা। কেক ছাড়াও একসঙ্গে ডিনার করেছেন। বড়দিনের সন্ধ্যায় কী পরিকল্পনা রুকমার? অভিনেত্রী বললেন, ‘‘একটা দিন ছুটি। তাই সময় নষ্ট না করে সকালে নিজের কিছু ব্যক্তিগত শুটিং শেষ করেছি। তবে বিকাল থেকে বিশ্রাম নেব।’’ তবে এরই সঙ্গে রুকমা জানালেন, সময় পেলে রাতে এক বার পার্ক স্ট্রিটে চলে যেতে পারেন। অভিনেত্রী হেসে বললেন, ‘‘বেশি ক্ষণের জন্য নয়। কিন্তু ওই এক বার পরিবেশটা উপভোগ করলে মন্দ হবে না।’’

Advertisement
আরও পড়ুন