Khloe Kardashian

বিকিনি পরলেও বক্ষভাঁজ দেখা যায় না, মেয়ের সঙ্গে স্তন মেরামত করাতে চান মা-ও

কার্দাশিয়ান বোনেরা তাঁদের শরীর নিয়ে গর্ব করেন। সেই দলে নিজেকে রাখতে পারছেন না ক্লোই। জানান, বোনেদের মতো সুন্দর বক্ষভাঁজ তাঁর নেই।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৫:৫০
আরও সুন্দর হতে চান ক্লোই কার্দাশিয়ান।

আরও সুন্দর হতে চান ক্লোই কার্দাশিয়ান। ফাইল চিত্র।

স্তন সুডৌল হলেও বক্ষবিভাজিকা ততটা গভীর নয়, যা নিয়ে দীর্ঘ দিনের ক্ষোভ ক্লোই কার্দাশিয়ানের। কাইলি, কোর্টনি আর কিমের মতো তিনিও বক্ষসৌন্দর্যে তাক লাগাতে চান। টেলিভিশন অনুষ্ঠানে খোলাখুলি বলে ফেললেন সে কথা।

রিয়্যালিটি শো-এর জনপ্রিয় মুখ ক্লোই এমনিতেই আকর্ষণীয়। তবে কিনা প্ল্যাস্টিক সার্জারির প্রসঙ্গ এলেই আক্ষেপ করেন অভিনেত্রী। সম্প্রতি ‘কার্দাশিয়ান’ ধারাবাহিকের এক পর্বে মা ক্রিস জেনারের সঙ্গে আলোচনায় মাতলেন ক্লোই। বিষয় সেই বক্ষসৌন্দর্য।

Advertisement

ক্লোইকে বলতে শোনা যায়, “অনেক দিন ধরেই স্তন মেরামতির কথা ভাবছি। এমন একটা বিষয়, যা মন থেকে সরাতেই পারছি না...।” মেয়েকে কথা শেষ করতে না দিয়ে জেনার বলে ওঠেন, “চলো, একসঙ্গেই করাই।”

বলেই জেনার খানিক থেমে আবার প্রশ্ন ছুড়ে দেন, “মা-মেয়ে দু’জনেই স্তনে প্ল্যাস্টিক সার্জারি করছে, আচ্ছা, এটা কি খুব অদ্ভুত শোনাবে? ৩৮ বছরের ক্লোই ভাবলেশহীন কন্ঠে বলে ওঠেন, “অদ্ভুত কিছু হতে কি আর বাকি আছে?”

স্তন নিয়ে নিজের হীনম্মন্যতার কথা ভাগ করে নেন কিম কার্দাশিয়ানের বোন। বলেন, “রবারের টপ পরে আছি। তাই এখন ঠিকঠাক লাগছে। এমনিতেও যদি আমার স্তন দু'টি এমনই দেখাত!” জোর দিয়ে ক্লোই বোঝাতে চান, “...মানে যথেষ্ট গভীর ক্লিভেজ।”

ক্লোইয়ের দাবি, আরও ভরাট বক্ষদেশ চান তিনি। বললেন, “যখন বিকিনি পরি, আমার বক্ষখাঁজ দেখা যায় না। আমার বোনেদের কেমন সুন্দর বিভাজিকা রয়েছে দেখুন! ঠিক ওই রকম চাই।” ২০২১ সালে নাকে অস্ত্রোপচার করার কথা স্বীকার করে নিয়েছিলেন ক্লোই। বর্তমানে টেলিভিশন তারকা হওয়ার পাশাপাশি ‘গুড আমেরিকান’ পোশাক বিপণন সংস্থারও কর্ণধার তিনি।

Advertisement
আরও পড়ুন