Kartik Aaryan

কৃতির প্রেমে গদগদ কার্তিক, ‘শেহজ়াদা’র নতুন গান কি আগ্রহ তৈরি করল?

কৃতিতে বিভোর কার্তিক সাগরপারে পাথরের উপর শুয়ে পড়েছেন। তাঁকে সেই অবস্থাতেই টেনে নিয়ে যাচ্ছেন কয়েক জন যুবক। সামনে দাঁড়িয়ে কৃতি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ২০:৩৬
মুক্তি পেল ‘শেহজ়াদা’র প্রথম গান।

মুক্তি পেল ‘শেহজ়াদা’র প্রথম গান। ছবি: সংগৃহীত।

সোমবার মুক্তি পেল ‘শেহজ়াদা’র প্রথম গান, ‘মুন্ডা সোনা হুঁ ম্যায়’। নতুন গানের ভিডিয়ো জুড়ে কার্তিক আরিয়ান এবং কৃতি শ্যাননের রোম্যান্স-দৃশ্য। সমুদ্রের পারে একে অপরে মগ্ন নায়ক-নায়িকা। সে রকমই এক মুহূর্ত নিয়ে উন্মাদনার পারদ চড়ালেন অনুরাগীরা।

Advertisement

দেখা যায়, কৃতিতে বিভোর কার্তিক সাগরপারে পাথরের উপর শুয়ে পড়েছেন। তাঁকে সেই অবস্থাতেই টেনে নিয়ে যাচ্ছেন কয়েক জন যুবক। সামনে দাঁড়িয়ে কৃতি। রঙিন পোশাক দু’জনের পরনেই। দিলজিৎ দোসাঞ্জ আর নিকিতা গান্ধীর কন্ঠে আলাদা মাধুর্য পেয়েছে সেই প্রেমের গান। সুর দিয়েছেন প্রীতম। গীতিকার কুমার। টি-সিরিজ়ের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে সোমবার, যা ইতিমধ্যেই মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের।

প্রতিক্রিয়া জানিয়ে এক জন লিখেছেন, “দিলজিৎ দোসাঞ্জকে স্যালুট। তিনি গায়কিতে র‌্যাপের প্রয়োগে অভিনব ভোকাল টেক্সচার এনেছেন, অত্যাশ্চর্য!” আবার কেউ মন্তব্য করেছেন কার্তিক এবং কৃতির রসায়ন নিয়ে। অনেকের মতে, এই গানটিই বছরের ব্লকবাস্টার গান হয়ে উঠবে! ‘শেহজ়াদা’ ছবিটি নিয়েও কৌতূহল উস্কে দিল কার্তিক-কৃতি অভিনীত এই প্রেমের গান। ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে মুক্তি পেতে চলেছে রোহিত ধাওয়ান পরিচালিত ছবিটি।

Advertisement
আরও পড়ুন