Kangana Ranaut

কোলে একরত্তি, চোখে জল, হাসপাতাল থেকে সুখবর দিলেন কঙ্গনা

নবরাত্রির আবহে একরত্তিকে কোলে নিয়ে ছবি দিলেন কঙ্গনা। শুভেচ্ছা জানালেন অনুপম খের থেকে মহিমা চৌধরির মতো তারকারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৫:৩২
Kangana Ranaut cries with joy as she became bua after her brother blessed with baby boy

হাসপাতালে মা এবং দিদির সঙ্গে একরত্তিকে কোলে নিয়ে কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

নবরাত্রি চলছে। এর মাঝেই রানাউত পরিবারে এল সুখবর। একরত্তিকে কোলে নিয়ে ছবি দিলেন কঙ্গনা। শুভেচ্ছা জানালেন অনুপম খের থেকে মহিমা চৌধরির মতো তারকারা।

Advertisement

বছরের বেশির ভাগ সময়ই বিতর্কের মধ্যে থাকেন কঙ্গনা। বলিউডে তাঁর শুভাকাঙ্ক্ষী হাতে গোনা। তবে দুর্গাপুজোর আবহে পিসি হলেন তিনি। ভাই অক্ষত রানাউত ও তাঁর স্ত্রী ঋতু পুত্রসন্তানের জন্ম দিলেন। ভাইপোকে কোলে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী।

গত জুলাই মাসে সুখবরটা প্রথম জানান কঙ্গনা। সেই সময় বৌদি ঋতুর সাধের ছবিও দিয়েছিলেন তিনি। সাধের অনুষ্ঠানে দিদি রঙ্গোলির সঙ্গে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। এ বার পিসি হওয়া আনন্দে কেঁদে ফেললেন অভিনেত্রী। ইতিমধ্যেই নামকরণও হয়ে গিয়েছে ওই একরত্তির। নাম রাখা হয়েছে অশ্বথামা রানাউত।

Advertisement
আরও পড়ুন