Babil Khan

প্রেম ভেঙেছে বাবিল খানের! ইরফান-পুত্রের মন খারাপ করা পোস্ট দেখে অবাক নেটাগরিক

এক তরুণীর সঙ্গে এক ঝাঁক ছবি শেয়ার করেছেন বাবিল। মন ভাঙা এবং সম্পর্ক থেকে বেরিয়ে গেলে কী ভাবে জীবনে এগোতে হয়, তা নিয়ে লিখেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৪ ১৩:৪৪
Irrfan Khan’s son Babil Khan shares a cryptic post on relationship and heartbreak

বাবিল খান। ছবি-সংগৃহীত।

সমাজমাধ্যমে বেশ সক্রিয় অভিনেতা বাবিল খান। এর মধ্যেই ইরফান খানের পুত্রের বহু অনুরাগীও তৈরি হয়েছে। প্রায়ই নিজের জীবন থেকে নানা অংশ সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেতা।

Advertisement

এ বার সম্পর্ক নিয়ে একটি পোস্ট করলেন বাবিল। পোস্টটি নিয়ে এর মধ্যেই নেটাগরিকদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

এক তরুণীর সঙ্গে একঝাঁক ছবি শেয়ার করেছেন বাবিল। মন ভাঙা এবং সম্পর্ক থেকে বেরিয়ে গেলে কী ভাবে জীবনে এগোতে হয়, তা নিয়ে লিখেছেন তিনি। অনুরাগীরা সেই পোস্ট দেখে কিছুটা অবাকই হয়েছেন। কারণ, কেউ জানেন না, বাবিলের জীবনে ঠিক কী চলছে।

ছবিতেই স্পষ্ট, সেই রহস্যময়ী তরুণীর সঙ্গে বাবিলের ঘনিষ্ঠ সম্পর্ক। ক্যাপশনে তিনি লিখছেন, ‘‘সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া মানে, যা কিছু ছিল, তা লুকিয়ে রাখা নয়। বাস্তবে আমরা যাদের ভালবাসি তাদের কখনওই সম্পূর্ণ ভুলে যেতে পারি না। তারা আমাদের জীবনের একটা অংশ হয়ে যায়।’’

এই পোস্ট দেখে নেটাগরিকেরা মনে করছেন, মন ভেঙেছে বাবিল খানের। ইরফান-পুত্র আরও লিখছেন, ‘‘তুমি হাসলে যেমন শব্দ হত, সেটা আমার মনে পড়ে। তোমার নিঃশ্বাস নেওয়াও মনে পড়ে।’’

এই আবেগঘন লেখা বাবিল শেষ করছেন এই ভাবে: ‘‘যখন বৃষ্টি পড়ত, তখন বাড়ি ছেড়ে আসার কথা মনে পড়ে। তোমার কাছে একটা ছোট্ট ছাতা ছিল। তুমি নিজের উল্কি একদম পছন্দ করো না। সেটাও আমার মনে পড়ে। তোমায় মনে করতে আমার ভাল লাগে।’’

উল্লেখ্য, ‘দ্য রেলওয়ে মেন’ নামের একটি ওয়েব সিরিজ়ে শেষ দেখা গিয়েছে বাবিলকে।

Advertisement
আরও পড়ুন