Kl Rahul -Athiya Shetty

বিয়ের দু’বছরের মাথায় সুখবর রাহুল-আথিয়ার, নতুন অতিথি আগমনে কী লিখলেন সুনীল-কন্যা?

সম্প্রতি মা হয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ বার ২০২৫-এ আসতে চলেছে রাহুল-আথিয়ার সন্তান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৮:০১
সন্তান আগমনের খুশিতে কী লিখলেন রাহুল-আথিয়া।

সন্তান আগমনের খুশিতে কী লিখলেন রাহুল-আথিয়া। ছবি: সংগৃহীত।

২০২৩ সালে চারহাত এক হয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও আথিয়া শেট্টির। অনুষ্কা শর্মা মা হওয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, পরিবার পরিকল্পনা শুরু করেছেন রাহুল-আথিয়াও। সম্প্রতি বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও মা হয়েছেন। এ বার ২০২৫-এ আসতে চলেছে রাহুল-আথিয়ার সন্তান।

Advertisement

সন্তান আগমনের খবর নিজেই দিলেন সুনীল-কন্যা। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমাদের দু’জনের প্রার্থনার ফল খুব শীঘ্রই আসছে, ২০২৫-এ।’’ সঙ্গে দুটো ছোট্ট পায়ের ছবি দিয়েছেন আথিয়া। মাস কয়েক আগে সুনীল শেট্টিকে দাদু হওয়া নিয়ে প্রশ্ন করা হয়। একটি শোয়ে উস্থাপিকা ভারতী সিংহ মজার ছলে তাঁকে জিজ্ঞেস করেন, ‘‘দাদু হলে কেমন আচরণ করবেন আপনি? কারণ, আপনার মতো দাদু পাওয়া তো ভাগ্যের ব্যাপার।’’

তখনই যেন ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন সুনীল। তিনি বলেন, ‘‘পরের সিজ়নে যখন আসব, তখন আমি দাদুর মতো হেঁটে দেখাব।’’ এর পর থেকেই গুঞ্জন শুরু হয়, তবে কি আথিয়া অন্তঃসত্ত্বা? অবশেষে সত্যিটা এল প্রকাশ্যে। আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিন্‌হা, বাণী কপূর, এষা গুপ্তের মতো অভিনেত্রীরা। ২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তার পর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে বিয়ে হয় তাঁদের। এ বার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন