Arjun Kapoor-Malaika Arora

মালাইকা চলে যেতেই ‘হাসিমটো’ রোগের শিকার! ঘন ঘন মনোবিদের কাছে যেতে হচ্ছে অর্জুনকে

‘সিংহম আগেন’ ছবিতে খলচরিত্রে অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা পাচ্ছেন অর্জুন। যদিও শরীর, মন কিছুই নাকি ভাল নেই অভিনেতার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৮:৪৩
মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ হতেই অসুস্থ হয়ে পড়লেন অর্জুন কপূর!

মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ হতেই অসুস্থ হয়ে পড়লেন অর্জুন কপূর! ছবি: সংগৃহীত।

মালাইকা আরোরার সঙ্গে ৬ বছরের প্রেম। সেই সম্পর্ক যে আর নেই দিন কয়েক আগে নিজেই স্বীকার করে নিয়েছেন অর্জুন কপূর। প্রায় দীর্ঘ ছয় বছর ঘুরতে যাওয়া থেকে ফিল্মি অনুষ্ঠান, সর্বদাই একসঙ্গে দেখা যেত জুটিকে। কিন্তু সেই জুটি ভেঙে গেল। যদিও প্রেম ভাঙার কষ্ট যেমন আছে, একই সঙ্গে বেশ কয়েক বছর পরে সিনেমায় সাফল্য পেলেন অভিনেতা। ‘সিংহম আগেন’ ছবিতে খলচরিত্রে দর্শকের প্রশংসা পাচ্ছেন অর্জুন। তবে বেশ কয়েক বছর ধরেই অসুস্থ অর্জুন। ‘হাসিমটো’ রোগে আক্রান্ত তিনি।

Advertisement

মায়ের থেকে এই রোগ হয়েছে অর্জুনের। ৩০ বছর বয়স থেকে এই রোগে আক্রান্ত তিনি। এটি এমন একটি রোগ যাতে দ্রুত ওজন বৃদ্ধি পায়। এই রোগের কারণে থাইরয়েড গ্ল্যান্ড নষ্ট হয় যায়। যার ফলে ওজন বৃদ্ধি হয় অনিয়ন্ত্রিত ভাবে। তবে শুধু এই একটা উপসর্গই নয়, একাকিত্ব ও অবসাদও রয়েছেন অর্জুনের। ঘন ঘন মনোবিদের কাছে যেতে হচ্ছে তাঁকে। আসলে অবসাদটা ছোটবেলা থেকেই রয়েছে অর্জুনের। ছোট থেকেই ওজন বেশি হওয়ায় বার বার থেরাপি নিতেন অভিনেতা। পরে অবশ্য বক্স অফিস যখন ছবি ব্যর্থ হতে শুরু করে তখন ফের যেন অবসাদে চলে যান অর্জুন। অভিনেতার কথায়, ‘‘গত বছর থেকে কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা ছিল। কিছুই যেন ভাল লাগত না। নিজের ছবি দেখা বন্ধ করে দিয়েছিলাম। একাধিক মনোবিদকে দেখিয়েছি, লাভ হয়নি। অবশেষে এক জনকে পেয়েছি যিনি আমার চিকিৎসা করছেন।’’ প্রেম ভেঙেছে, শরীর, মন ভাল নেই, তবু যেন কাজ করার নতুন উদ্যম পাচ্ছেন ‘সিংহম আগেন’-এর সাফল্যের পর।

Advertisement
আরও পড়ুন