Deepika Padukone-Ranveer Singh

বাইরে প্রেমে গদগদ! কিন্তু স্ত্রী দীপিকাকে নিয়ে কোন অভিযোগের কথা জানালেন রণবীর?

দীপিকার প্রতি প্রেমে খামতি নেই রণবীরের। কিন্তু স্ত্রীর কিছু কাজকর্ম দেখলে বিরক্ত হয়ে পড়েন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৬:৪৩
কী কারণে দীপিকার উপর বিরক্ত রণবীর।

কী কারণে দীপিকার উপর বিরক্ত রণবীর। ছবি: সংগৃহীত।

২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। সঞ্জয় লীলা ভন্সালীর ‘রামলীলা’-র সেটে দু’জনের আলাপ। তার পর সেই আলাপ থেকে বন্ধুত্ব। ক্রমে বন্ধুত্ব থেকে প্রেম। বিয়ের পর ছয় বছর কেটে গেলেও সেই প্রেম এখনও অমলিন। স্ত্রী দীপিকার প্রতি ভালবাসার প্রর্দশন করতে কখনও কার্পণ্য করেন না অভিনেতা। দীপিকার উপস্থিতি কিংবা অনুপস্থিতি, সব সময় স্ত্রীর প্রশংসা রণবীরের কণ্ঠে। তবে এত প্রেমের মাঝেও রয়েছে কিছু বিরক্তি। দীপিকার কিছু কাজকর্মে বেশ বিরক্ত হন রণবীর। বার বার অভিযোগও জানান স্ত্রীকে নিয়ে। তবে দীপিকা নাকি শোনার পাত্রী নন।

Advertisement

এমনিতে স্ত্রীকে চোখে হারান রণবীর। দীপিকার প্রশংসা সর্ব ক্ষণ তাঁর কণ্ঠে। কিন্তু দীপিকার এমন কিছু স্বভাব আছে যা বিরক্তির উদ্রেক করে। এর মধ্যে অন্যতম হল দীপিকা নাকি এক জায়গায় শান্ত ভাবে বসতে পারেন না। সর্ব ক্ষণ কোনও না কোনও কাজ ঘুর-ঘুর করে মাথায়। এমন কী কখনও অসুস্থ থাকলেও বিরাম নেই তাঁর। ঘর পরিষ্কার করতে বড্ড ভালবাসেন। ঘরের কোথাও এতটুকু নোংরা চোখে পড়লেই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলেন। রণবীরের কথায়, ‘‘ওর শরীর খারাপ, কোমর ব্যথা তা-ও বাড়ি সাফাইয়ের কাজ থামাবে না। কত বলি, বিশ্রাম নিতে, শুনবেই না!’’ এই মুহূর্তে মেয়ে দুয়াকে নিয়ে ব্যস্ত তাঁরা। সম্প্রতি মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন দম্পতি। দুয়ার আগমনে যে জীবন বদলে গিয়েছে দীপিকার, অভিনেত্রী নিজেই সেই আভাস দিয়েছেন। শুক্রবার বিমানবন্দরে মেয়েকে প্রকাশ্যে আনেন চর্চিত এই দম্পতি।

Advertisement
আরও পড়ুন