ICC ODI World Cup 2023 Final

চোটের জন্য খেলতে পারেননি, ফাইনালে ভারতের হারের পর আয়ুষ্মান-রণবীরের সঙ্গে হাসিমুখে হার্দিক

অষ্ট্রেলিয়ার কাছে ফের হারতে হল ভারতকে। তবে দলে না থেকেও সঙ্গে ছিল হার্দিক। ভারতের খেলা শেষে হাসিমুখে নিজস্বীতে ধরা দিলেন ক্রিকেট তারকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৪:১৪
Hardik Pandya Ranveer singh Ayushmann Khurrana shares a light moment after losing india world cup

(বাঁ দিক থেকে) হার্দিক পাণ্ড্য, আয়ুষ্মান খুরানা এবং রণবীর সিংহ। ছবি: সংগৃহীত।

বিশ্বকাপ জেতা হল না ভারতের। টানা দশটি ম্যাচ পর পর জয়ের স্বাদ পেয়েও ফাইনালে হার ‘টিম ইন্ডিয়া’র। রবিবার স্বপ্নভঙ্গ হয় ১৪০ কোটি ভারতবাসীর। মাঠে খেলা দেখতে যাওয়া তারকা বিমর্ষ। গ্লেন ম্যাক্সওয়েলের শটে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হতেই দু’হাতে মুখ ঢেকে ফেলেন অনুষ্কা শর্মা। চোখে হাত দিয়ে কোনও মতে কান্না সামলাতে দেখা যায় তাঁকে। স্থির চোখে অপলক দৃষ্টিতে মাঠের দিকে তাকিয়ে থাকেন আথিয়া শেট্টি। আবেগঘন রোহিত শর্মার স্ত্রী রিতিকা সচদেহ। গ্যালারিতে বসে থাকা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের মুখ থমথমে। এই হারের মাঝেও আনন্দ খুঁজে নিলেন হার্দিক পাণ্ড্য, আয়ুষ্মান খুরানা ও রণবীর সিংহরা।

Advertisement

বিশ্বকাপ চলাকালীন হাঁটুতে চোট পাওয়ায় দল থেকে বাদ পড়েছিলেন হার্দিক। যদিও মানসিক ভাবে সারা ক্ষণই দলের সঙ্গেই ছিলেন তিনি। বিশ্বকাপের শুরু থেকে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হার্দিক। রোহিতের ডেপুটি ছিলেন তিনি। ব্যাট-বলে তাঁর উপর ভরসা রেখেছিল দল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায় হার্দিকের। প্রথমে মনে করা হয়েছিল, সেমিফাইনালের আগে সুস্থ হয়ে দলে ফিরবেন তিনি। কিন্তু পারেননি। রবিবার ফাইনাল দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যান। তবে খেলা শেষে ভারত হেরে যেতে প্রায় সকলেরই মন খারাপ হয়ে যায়। চোখে জল অধিনায়ক রোহিতের। তবে হেরে যাওয়াটাই যে শেষ কথা নয়, সেটাই বুঝিয়ে দিলেন হার্দিক, আয়ুষ্মান, রণবীররা। তিন মূর্তি একসঙ্গে একটি নিজস্বী দিয়ে আয়ুষ্মান লেখেন, ‘‘হ্যাঁ ঠিক আজকে আমরা হারলাম, খারাপ লাগছে। কিন্তু এই দু’জনের সঙ্গে ভাল সময় কাটল।’’ হেরে যাওয়ার পর গ্যালারি থেকে একটি ছবি দিয়ে অভিনেতা লেখেন, ‘‘দিনটা খারাপ ছিল, কিন্তু তার মানে এই নয় যে, তোমরা চেষ্টা করোনি। সেরাটা দিয়েছো। তোমাদের অবদান মনে রাখা হবে।’’

আরও পড়ুন
Advertisement