গুলশন কুমার।
গুলশন কুমারের হত্যাকাণ্ডে আব্দুল রউফ মারচেন্টকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির সিদ্ধান্ত বহাল রাখল বম্বে হাইকোর্ট। ২০০২ সালে রউফকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল নিম্ন আদালত।
হাইকোর্টের বিচারপতি এস এস যাদব আর এন আর বরকার তাঁদের রায় জানালেন বৃহস্পতিবার। উচ্চ আদালতে চারটি আবেদন জমা পড়েছে। তার মধ্যে তিনটিতে অভিযুক্ত রউফ মারচেন্ট, রাকেশ চাঞ্চায়া পিন্নম এবং রাকেশ খাওকারকে দোষী সাব্যস্ত করার বিরোধিতা করা হয়েছে। একটিতে হত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত রমেশ তৌরানীকে বেকসুর খালাস করার বিরোধিতা করা হয়েছে।
১৯৯৭ সালে ১৯ অগস্ট জুহুর এক মন্দিরের বাইরে হত্যা করা হয়েছিল ‘টি সিরিজ’-এর কর্ণধার গুলশন কুমারকে। গুলি করে হত্যা করা হয়েছিল তাঁকে। তার পরে একাধিক ব্যক্তির নাম ওঠে এই হত্যাকাণ্ডের চার্জশিটে। গুলশন কুমারের হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল সুরকার নদিম সাইফির বিরুদ্ধে। তার পরেই তিনি দেশ ছেড়ে চলে যান ইংল্যান্ডে।