WTC 2023-25

ভারতকে হারিয়েও টেস্ট বিশ্বকাপের ফাইনাল থেকে ছিটকে যেতে পারে অস্ট্রেলিয়া, কোন নিয়মে?

বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতকে ৩-১ হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার কথা তাদের। কিন্তু এখান থেকেও বাদ পড়তে পারে অস্ট্রেলিয়া। কোন অঙ্কে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৪:০৮
cricket

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

ভারতকে হারিয়েও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতকে ৩-১ হারিয়েছে তারা। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার কথা তাদের। কিন্তু এখান থেকেও বাদ পড়তে পারে অস্ট্রেলিয়া। বদলে সুযোগ পেতে পারে অন্য একটি দল। কোন অঙ্কে?

Advertisement

এখন পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮৮। পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। তাদের একটিই টেস্ট বাকি। পাকিস্তানের বিরুদ্ধে সেই টেস্টের ফলের উপর কিছু নির্ভর করছে না। একটি দল হিসাবে তেম্বা বাভুমারা ফাইনাল খেলবেনই।

দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্টের শতাংশ ৬৩.৭৩। অস্ট্রেলিয়া এর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে। সেই দু’টি টেস্ট তারা হারলে অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ হবে ৫৭.০২। সে ক্ষেত্রে শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ হবে ৫৩.৮৫। অর্থাৎ, শ্রীলঙ্কার কাছে দু’টি টেস্ট হারলেও ফাইনাল খেলবেন প্যাট কামিন্সেরা।

কিন্তু সমস্যা একটা রয়েছে। শ্রীলঙ্কার কাছে জোড়া টেস্টে হারের পাশাপাশি মন্থর বোলিংয়ের জন্য অস্ট্রেলিয়ার ৮ পয়েন্টে কাটা গেলেই চাপ। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ হবে ৫৩.৫১। অর্থাৎ, শ্রীলঙ্কার নীচে নেমে যাবে তারা। তেমনটা হলে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি দ্বিতীয় দল হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে শ্রীলঙ্কা।

এর আগে অ্যাশেজ়ে চতুর্থ টেস্টে মন্থর বোলিংয়ের জন্য ১০ পয়েন্ট কাটা গিয়েছে অস্ট্রেলিয়ার। সেই একই সিরিজ়ে দু’টি টেস্ট মিলিয়ে ১৯ পয়েন্ট কাটা গিয়েছে ইংল্যান্ডের। ফলে সেটা যে হবে না তা নিশ্চিত করে বলা যাবে না। সেই কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সময় হার-জিতের পাশাপাশি বোলিংয়ের সময় নিয়েও সতর্ক থাকতে হবে অস্ট্রেলিয়াকে।

Advertisement
আরও পড়ুন