Prasad Bidapa

Adam Bidapa: অভিনেত্রীকে ‘অশ্লীল’ মেসেজ করে হেনস্থা, গ্রেফতার নৃত্য নির্দেশকের ছেলে

২৫ ফেব্রুয়ারি সেই অভিনেত্রীকে ‘অশ্লীল’ মেসেজ পাঠান অ্যাডাম। দু’জনের কথোপকথন সংক্রান্ত সব তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২২ ১২:৩৬
অভিনেত্রীকে ‘অশ্লীল’ মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার অ্যাডাম।

অভিনেত্রীকে ‘অশ্লীল’ মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার অ্যাডাম।

নৃত্য নির্দেশক এবং সাজ সহায়ক প্রসাদ বিদপের ছেলে অ্যাডাম বিদপ গ্রেফতার। অভিযোগ, এক অভিনেত্রীকে ‘অশ্লীল’ মেসেজ পাঠান অ্যাডাম। এর পরেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিনেত্রী।

এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘‘এক মহিলা অভিযোগ জানান, অ্যাডাম বিদপ তাঁকে অশ্লীল মেসেজ পাঠিয়ে হেনস্থা করছেন। অ্যাডামের বিরুদ্ধে বেঙ্গালুরুর ইন্দিরা নগর পুলিশ স্টেশনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

Advertisement

জানা গিয়েছে, ২৫ ফেব্রুয়ারি সেই অভিনেত্রীকে ‘অশ্লীল’ মেসেজ পাঠান অ্যাডাম। দু’জনের কথোপকথন সংক্রান্ত সব তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, অভিযোগকারিণী নিজেও মাদক সেবনের অভিযোগে বছর দুয়েক আগে গ্রেফতার হয়েছিলেন।

অ্যাডামের বাবা প্রসাদকে ফ্যাশন দুনিয়ার পথ প্রদর্শক বলা হয়। পরিবেশ রক্ষার কাজেও তিনি লক্ষ্যণীয় ভাবে সক্রিয়। তবে ছেলের কারণে বিতর্কে জড়াল তাঁর নাম। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি তিনি।

Advertisement
আরও পড়ুন