LA WilD Fire

দাবানলের আঁচ পড়ল ডুয়া লিপার জীবনেও! সাধের বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই গায়িকার?

২০২০ সালে বেভার্লি হিলস্‌-এ বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া। লেলিহান দাবানলের আঁচ পড়েছে সেই বাড়ির উপরে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮
Dua Lipa asked to evacuate her luxurious mansion due to LA wild fire

দাবানল নিয়ে উদ্বেগে ডুয়া। ছবি: রয়টার্স।

লেলিহান শিখার আঁচ এসে পড়ল আমেরিকার পপ তারকা ডুয়া লিপার বাড়ির উপরে। লস অ্যাঞ্জেলেস জ্বলছে দাবানলে। প্যাসিফিক প্যালিসেডসে বহু তারকার বাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এ বার নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ডুয়াকে। সমাজমাধ্যমে ভয়াবহ দাবানলের ভিডিয়ো ভাগ করে নিয়েছেন গায়িকা।

Advertisement

ডুয়ার ভাগ করে নেওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের আকাশ ঢেকে গিয়েছে ধূসর ধোঁয়ায়। গায়িকা লিখেছেন, “লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী ও ভয়ঙ্কর। এই দাবানলের জন্য যাঁদের নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হল, তাঁদের কথা ভাবছি।”

এমন বিপর্যয়ে মানুষকে সাহায্য করার কথাও বলেছেন ডুয়া। তিনি লিখেছেন, “যাঁরা অর্থ প্রদান করতে চান অথবা আশ্রয় দিতে চান গৃহহারাদের, তাঁদের জন্য আমি কয়েকটি লিঙ্ক সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছি।” অনুরাগীদের জন্য নিজের খবরও দিয়েছেন ডুয়া দিয়েছেন। পপ তারকা লিখেছেন, “আমি নিরাপদে আছি। নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যাঁরা লড়াই করছেন, তাঁদের জন্য ভালবাসা পাঠালাম। সকলেই নিরাপদে থাকুন। পরস্পরের খেয়াল রাখুন।”

২০২০ সালে বেভার্লি হিলস্‌-এ বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া। লেলিহান দাবানলের আঁচ পড়েছে সেই বাড়ির উপরে। নিরাপত্তার জন্যই তাঁকে সেই বাড়ি ছেড়ে চলে আসতে বলা হয়। প্রিয়ঙ্কা চোপড়ারও বাড়ি রয়েছে লস অ্যাঞ্জেলেসে। অভিনেত্রী উদ্বেগ প্রকাশ করে লিখেছিলেন, “এই দাবানল রুখতে যাঁরা প্রথম থেকে লড়াই করছেন, তাঁদের কুর্নিশ। রাত জেগে যাঁরা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন তাঁদের ধন্যবাদ।দাবানলে ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা। আশা করছি, রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে।”

ডেমি মুর, অ্যান্থনি হপকিনস্‌, প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ক্যামেরন ম্যাথেসন-সহ বহু তারকার বাড়ি পুড়ে ছাই হয়েছে এই দাবানলে।

Advertisement
আরও পড়ুন