শিরোনামে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যুর অভিযোগ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যসচিবের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন মুখ্যসচিব। একই দিনে অস্ত্রোপচার। সন্তান জন্মের পরেই অসুস্থ পাঁচ প্রসূতি। শুক্রবার তাঁদের এক জনের মৃত্যু হয়। মামনির পরিজনের অভিযোগ, বিষাক্ত স্যালাইন দেওয়াতেই মৃত্যু।