Ranbir Kapoor

Shamshera: এত নেতিবাচক প্রতিক্রিয়া নিতে পারিনি, ‘সমশেরা’র ব্যর্থতায় আবেগপ্রবণ পরিচালক

অনেক দিন পর পর্দায় রণবীর কপূর। তবু শেষ রক্ষা হল না। বক্স অফিসে শোরগোল ফেলা দূরে থাক, মুখ থুবড়ে পড়ল ‘সমশেরা’।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ২০:০৪
ফাইল চিত্র

ফাইল চিত্র

রণবীর কপূরের প্রত্যাবর্তন। ঝাঁ চকচকে সেট। শহরে-শহরে প্রচার, কিন্তু এত করেও নিট ফল শূন্য। ২২ জুলাই মুক্তির পরে বক্স অফিসে ব্যর্থ ছবির খাতাতেই নাম লেখাল ‘সমশেরা’।

অনেক দিন পর পর্দায় রণবীর। ভক্তমহলে উৎসাহ নেহাত কম ছিল না। আলিয়ার সঙ্গে বিয়ে, সন্তানের আগমন বার্তা কৌতূহল উস্কে দিয়েছিল আরও। কিন্তু এত কিছুর পরেও ‘সমশেরা’ মন জয় করতে পারল না দর্শকের। বরং কটাক্ষ, ব্যঙ্গে ভরিয়ে দিলেন সকলেই। ছবির এমন ভরাডুবি নিয়ে শেষমেশ সরব হলেন পরিচালক কর্ণ মলহোত্র।

Advertisement

একের পর এক নেতিবাচক প্রতিক্রিয়ায় ক্লান্ত পরিচালক। নিজের ছবির উদ্দেশ্যে খোলা চিঠিতে কর্ণ লেখেন, ‘প্রিয় সমশেরা, তুমি তোমার মতো করে সুন্দর। এই প্ল্যাটফর্মেই আমার অনুভূতি প্রকাশ করা জরুরি। কারণ এখানেই তোমার প্রতি ভালবাসা, ঘৃণা বেরিয়ে আসছে। এই ঘৃণা সহ্য করার মতো ক্ষমতা ছিল না। তাই তোমার থেকে দূরে ছিলাম। এ আমার দুর্বলতা, আমি ক্ষমাপ্রার্থী।’

বক্স অফিসে ছবির এমন মুখ থুবড়ে পড়া নিয়ে অভিনেতা-প্রযোজকদের অবশ্য এখনও মুখে কুলুপ।

Advertisement
আরও পড়ুন