sunny deol

Sunny Deol: আমেরিকায় চিকিৎসা চলছে সানি দেওলের, কী হল অভিনেতার? চিন্তায় বলিউড

শ্যুটিং-এ পিঠে মারাত্মক আঘাত পেয়েছেন সানি দেওল। বিদেশে চিকিৎসা চলছে তাঁর। অভিনেতার আহত হওয়ার খবরে উদ্বিগ্ন বলিউড।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৫:৪৯

চোট, আঘাত, মারণ-অসুখে বার বার বিপর্যয়ের মুখে পড়তে হয় বি-টাউন’-কে। সোনালি বেন্দ্রে, সঞ্জয় দত্ত, মনীষা কৈরালা, মহিমা চৌধুরী, কিরণ খের লড়াই করেছেন মারণরোগের বিরুদ্ধে। ক্যানসার-যুদ্ধে হার মেনেছেন নার্গিস, ইরফান খান, ঋষি কপূর। সম্প্রতি, মারাত্মক চোট পেয়ে সানি দেওল এখন আমেরিকায় চিকিৎসাধীন। এ বার তাঁকে নিয়ে উদ্বেগে বলিউড।

মুম্বই সংবাদসংস্থার খবর, কয়েক সপ্তাহ আগে শ্যুটিংয়ের সময়ে পিঠে মারাত্মক চোট পান সানি। মুম্বইয়ের হাসপাতালে প্রথমে তাঁর চিকিৎসা শুরু হয়। আঘাত বেশ গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে।

Advertisement

পিঠের আঘাতের সেই চিকিৎসা গত দু’সপ্তাহ ধরে চলছে ধর্মেন্দ্র-পুত্রর। সম্পর্ণ সুস্থ হওয়ার পর দেশে ফিরবেন সানি, এমনটাই দেওল পরিবারের তরফে মুম্বই সংবাদ সংস্থাকে জানানো হয়ছে। সানির চোটের খবরে চিন্তিত বলিউড। বন্ধ রাখতে হয়েছে শ্যুটিং। বলিউড তারকার পাশাপাশি এখন সানি এখন সাংসদও বটে। চিকিৎসার কারণে রাষ্ট্রপতি নির্বাচনেও যোগ দিতে পারেননি।

‘বাপ’ ছবিতে সানিকে দেখা যাবে সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী এবং জ্যাকি শ্রফের সঙ্গে। কুড়ি বছর আগে তাঁর ‘গদর-এক প্রেম কথা’ ঝড় তুলেছিল বক্স অফিসে। বিপরীতে ছিলেন অমিশা পটেল। এই ছবির সিক্যুয়েল ‘গদর-২’-তে ফিরছেন সানি-অমিশা জুটি। অভিনেতার ঝুলিতে রয়েছে ‘আপনে-২’ ছবির কাজ। তাতে অভিনয় করতে দেখা যাবে দেওল পরিবারের তিন প্রজন্মকে। ধর্মেন্দ্র, সানি, ববি ও কর্ণ দেওল।

Advertisement
আরও পড়ুন