আইনি ঝামেলায় জড়ালেন দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত।
দেশের ১০টি শহরে আগামী মাস পর্যন্ত টানা শো রয়েছে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের। এর আগে অবশ্য কানাডা, দুবাই থেকে অষ্ট্রেলিয়া-সহ বিভিন্ন মহাদেশের শ্রোতাদের মন জয় করেছেন। এ বার নিজের দেশেই গান গাইতে গিয়ে আইনি ঝামেলায় জড়ালেন গায়ক। দিল্লিতে ছিল তাঁর প্রথম শো। ১৫ নভেম্বর তেলঙ্গানায় শো। তাঁর আগেই আইনি নোটিস পেলেন তিনি। সেখানে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ভাবেই যেন গায়ক তাঁর গানে মদ কিংবা মাংসের প্রচার না করেন।
সম্প্রতি চণ্ডীগড়ের এক অধ্যাপক দিলজিতের কনসার্ট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, ‘‘গায়ক অনুষ্ঠানে যে ধরনের গান গেয়েছেন, তা নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে পারে।” শুধু অভিযোগ করে ক্ষান্ত হয়েছেন তা নয়। অভিযোগপত্রের সঙ্গে একটি ভিডিয়ো জুড়ে দেন। সেই ভিডিয়োয় নাকি দেখা গিয়েছে গায়ক মাদক এবং হিংসার প্রচার করছেন। তাঁর বিরুদ্ধে জারি হওয়া আইনি নোটিসে উল্লেখ করা হয়েছে, শো চলাকালীন দিলজিৎ যেন কোনও ভাবেই শিশু বা ১৩ বছরের নীচে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি না নিয়ে আসেন। কারণ সেখানে ১২০ ডেসিবলের বেশি শব্দ এবং লেজ়ার আলো ব্যবহার করা হয় যা শিশুদের জন্য অস্বাস্থ্যকর। যদিও শুক্রবারই সন্ধ্যা ৭টার সময় হায়দরাবাদে জিএমআর এরিনাতে দিলজিৎ দোসাঞ্ঝের পরবর্তী শো। এ বার এটাই দেখার, হায়দরাবাদের এই শোয়ে কি শেষ মুহূর্তে বিশেষ কিছু রদবদল হবে!
অক্টোবর মাসে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিতের শোয়ের পরে যে চিত্র ক্যামেরাবন্দি হয় তা রীতিমতো উদ্বেগের। মাঠ জুড়ে মাংসের হাড়, মদের বোতল! এ বার হায়দরাবাদের শোয়ে গায়ক দর্শক ও অনুরাগীদের উদ্দেশে সংযত হওয়ার কী বার্তা দেন সেটাই দেখার!