Allu Arjun

‘পুষ্পা’ হয়ে ওঠেননি তখনও, গেঞ্জি-পাজামায় মদ কিনতে গিয়েছিলেন অল্লু! স্বীকার করলেন অভিনেতা

২০২১ সালে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। দেখা যায়, হাতাকাটা গেঞ্জি আর পাজামা পরে এক যুবক কিছু কিনতে এসেছেন দোকানে। দাবি করা হয়, ওই যুবকই অল্লু।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৬:১৮
Image of Allu Arjun

‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতে অভিনয় করে সারা দেশে জনপ্রিয়তা পেয়েছেন অল্লু অর্জুন। ছবি: সংগৃহীত।

২০২১ সালে মুক্তি পেয়েছিল বহুভাষিক ছবি ‘পুষ্পা: দ্য রাইজ়’। দক্ষিণী ছবির নায়ক অল্লু অর্জুন রাতারাতি খ্যাতি পেয়েছিলেন সারা ভারতে। ঠিক সেই সময়েই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। দেখা যায় হাতাকাটা গেঞ্জি আর পাজামা পরে এক যুবক কিছু কিনতে এসেছেন দোকানে। দাবি করা হয়, ওই যুবকই অল্লু। এই নিয়ে জল্পনা চলতেই থাকে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা। যদিও মাঝখানে কেটে গিয়েছে তিনটি বছর। মুক্তির দোরগোড়ায় ‘পুষ্পা’ সিরিজ়ের দ্বিতীয় ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’।

Advertisement

এর আগে ছড়িয়ে পড়া ভিডিয়োটি নিয়ে কম কথা হয়নি নেটাগরিকের মধ্যে। জানা গিয়েছিল, ২০১৭ সালে গোয়ার এক মদের দোকানের সিসি ক্যামেরা ফুটেজ ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। তত দিনে সারা দেশে জনপ্রিয়তা পেয়েছেন অল্লু। তাঁর নামেই চলতে থাকে ভিডিয়োটি। কিন্তু সত্যিই কি ওই যুবক অল্লু অর্জুন? সন্দেহ ছিলই, চলছিল বিতর্ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অল্লু অর্জুন স্বীকার করে নিয়েছেন ভাইরাল হওয়া ভিডিয়োয় যে যুবককে দেখা গিয়েছিল, সেটি তিনিই। স্বীকার করেছেন, পানীয় ক্রয়ের উদ্দেশ্যেই তিনি গোয়ার ওই দোকানে গিয়েছিলেন বহু বছর আগে।

‘পুষ্পা ২’ মুক্তির আগে অল্লু যোগ দিয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ নন্দমুরি বালকৃষ্ণর চ্যাট শো-এ। যে পর্বে এই প্রশ্ন করা হয় অল্লুকে, সেখানেই তিনি দাবি করেন, ২০১৭ সালে গোয়ায় এক বন্ধুর জন্য পানীয় কিনতে ওই দোকানে গিয়েছিলেন তিনি। যে বন্ধুর জন্য গিয়েছিলেন সেই বন্ধুও ওই শো-এ আসবেন বলে জানিয়েছেন অল্লু। ফলে অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন। হয়তো কোনও চমক অপেক্ষা করছে।

Advertisement
আরও পড়ুন