Devoleena Bhattacharjee

‘ফ্রিজে পাওয়া যাবে’ শ্রদ্ধাকাণ্ডের প্রসঙ্গ টেনে খোঁচা দেবলীনাকে, জবাব অভিনেত্রীর

মুসলিম জিম প্রশিক্ষককে বিয়ে করেছেন দেবলীনা ভট্টাচার্য। লাগাতার সমাজমাধ্যমে কটাক্ষের শিকারও হতে হচ্ছে ‘গোপীবহু’কে। এ বার মেজাজ হারিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৮:১৭
মুসলিম বিয়ে করায় কটাক্ষের শিকার, মেজাজ হারালেন দেবলীনা।

মুসলিম বিয়ে করায় কটাক্ষের শিকার, মেজাজ হারালেন দেবলীনা। সংগৃহীত।

নিরিবিলিতে বিয়ে সেরেছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। মুম্বইয়ের কাছে পাহাড়ি এলাকা লোনাভালাতে সাদামাটা অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন হয় পর্দার ‘গোপীবহু’-র। অভিনেত্রীর বিয়ের খবর সামনে আসতেই খোঁজ পড়ে তাঁর স্বামীর। বিয়ের দেড়দিনের মাথায় স্বামী শেহনওয়াজ শেখকে প্রকাশ্যে আনেন অভিনেত্রী। পেশায় জিম প্রশিক্ষক। মুসলমান প্রেমিককে বিয়ে করার কারণে লাগাতার সমাজমাধ্যমে কটাক্ষের শিকারও হতে হচ্ছে ‘গোপীবহু’কে। নানা তির্যক মন্তব্যে বিদ্ধ দেবলীনা। প্রশ্ন উঠেছে অভিনেত্রীর ভবিষ্যৎ সন্তানের ধর্ম নিয়ে। কেউ কেউ তো আবার বললেন, ‘‘কিছু দিন পরে ফ্রিজে দেহ মিলবে।’’

Advertisement

লাগাতার কটাক্ষের মুখে পড়ে ধৈর্যের বাঁধ ভাঙল দেবলীনার। পাল্টা জবাব দেন মন্তব্যকারীদের। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘আমার বিয়ে, আমার সন্তান, আমার স্বামী, আমার ধর্ম। আপনাদের এত মাথাব্যাথা থাকলে অনাথ আশ্রম থেকে সন্তান দত্তক নিন। নিজের ধর্ম অনুযায়ী নামকরণ করুন না। আমার সন্তান, আমার ধর্ম নিয়ে আপনারা বলার কে?’’

অনেকে আবার দেবলীনাকে খোঁচা দিয়ে লেখেন, ‘‘ক’দিন বাদে তোমাকে ফ্রিজে পাওয়া যাবে।’’ প্রেমিক আফতাবের হাতে খুন শ্রদ্ধা ওয়ালকরের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এ বার সেই প্রসঙ্গ তুলে আনলেন মেজাজ হারান অভিনেত্রী। পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘‘তোমার স্ত্রী-সন্তান তোমাকেই না ফ্রিজে পুরে দেয়। ঘটনাটা সাম্প্রতিক, তাই মনে করিয়ে দিতে হবে না।’’স্বামী শেহনওয়াজ় সম্পর্কে দেবলীনা লেখেন, “হ্যাঁ, আমি চিরকালের জন্য তোমার হলাম, চিরাগ নিয়ে খুঁজলেও তোমার মতো কাউকে পেতাম না। আমার সব কষ্টের জবাব তুমি। তোমাকে খুব ভালবাসি সোনু।” বিনোদনের দুনিয়ায় অভিনেত্রীদের জিম প্রশিক্ষককে বিয়ে করার নজির নতুন নয়। এর আগে আমির খানের মেয়ে ইরাকে দেখা গিয়েছে জিম প্রশিক্ষককেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে। নুপূর শিখরের সঙ্গে তাঁর বাগ্‌দান সেরেছেন ইরা।

Advertisement
আরও পড়ুন