Devlina Kumar

Devlina Kumar: অবশ্যই মেয়েদের দোষ, পোশাক উত্তেজক হলে ধর্ষণ তো হবেই! কাল্কির সুরে খোঁচা দেবলীনারও

বলিউড অভিনেত্রী কাল্কি কেঁকলা ব্যঙ্গের সুরে ধর্ষণের কারণ হিসেবে দায়ী করেছেন ছোট পোশাককে। কাল্কির এই কটাক্ষ কি দেবলীনারও? শ্যুটিং সেট থেকে অভিনেত্রীর উত্তর, ‘‘ঝলকটি অত্যন্ত সময়োপযোগী। আমার সঙ্গে এই দুর্ঘটনা ঘটেনি। তবু মনে হয়েছে, এটি ভাগ করে নেওয়া দরকার।’’ 

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১২:৪৭
পাল্টা কটাক্ষে ধর্ষণের বিরুদ্ধে সরব দেবলীনা।

পাল্টা কটাক্ষে ধর্ষণের বিরুদ্ধে সরব দেবলীনা।

দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণকাণ্ডের প্রতিবাদে সামিল দেবলীনা কুমারও। সদ্য একটি ঝলক তিনি ভাগ করে নিয়েছেন। সেখানে বলিউড অভিনেত্রী কাল্কি কেঁকলা ব্যঙ্গের সুরে ধর্ষণের কারণ হিসেবে দায়ী করেছেন ছোট পোশাককে। পরোক্ষে দায়ী করেছেন নারীকেই! কী ভাবে? প্রতিটি কথায় হুল ফুটিয়েছেন কাল্কি। বলেছেন, ‘‘ধর্ষণের কারণ তো নারী নিজেই! এমন কিছু পোশাক তাঁরা পরেন, যা পুরুষদের উত্তেজিত করে। কারণ, তাঁদের চোখ আছে। তাঁরা দেখেন। এবং....। নইলে কী আর এ সব হয়?’’

কোন কোন পোশাকে নারীকে দেখলে পুরুষের কামোত্তেজনা বাড়ে? তারও তালিকা রয়েছে। ছোট স্কার্ট, হট প্যান্ট, শর্ট ড্রেস, হাতাকাটা গাউন এমনকি বোরখা পরা নারীকে দেখলেও নাকি মদন শরে বিদ্ধ হন পুরুষ! ফলাফল, নিজেদের সামলাতে না পেরে অঘটন ঘটিয়ে ফেলেন। কাল্কির সুরে সুর মিলিয়ে এর পরেই জনৈকার কটাক্ষ, যত নষ্টের গোড়া নারীই! পৃথিবী যদি নারীশূন্য হত তা হলেই আর ধর্ষণের মতো ঘটনা ঘটত না। তিনি প্রশ্নও তুলেছেন, কিন্তু পুরুষের জন্মদাতা কে? আজ পর্যন্ত কোনও পুরুষ কি পুরুষের গর্ভ থেকে জন্ম নিয়েছেন?

Advertisement

প্রশ্ন শুনেই মুখোশ পরা এক পুরুষ ঝাঁপিয়ে পড়েছেন প্রশ্নকর্ত্রীর উপরে। কোন অধিকারে এই প্রশ্ন তুলবে নারী? প্রশ্নকর্ত্রীর নিমেষে জবাব, ‘‘সব দোষ আমাদের। প্রশ্ন তোলাটাও আমার ভুল!’’

কাল্কির এই কটাক্ষ কি দেবলীনারও? জানতে চেয়েছিল আনন্দবাজার অনলাইন। শ্যুটিং সেট থেকে অভিনেত্রীর উত্তর, ‘‘ঝলকটি অত্যন্ত সময়োপযোগী। আমার সঙ্গে যদিও এই দুর্ঘটনা ঘটেনি। তবু মনে হয়েছে, এটি ভাগ করে নেওয়া দরকার। তাই করেছি।’’ ঝলকের পাশে দেবলীনা মতামতও লিখেছেন, ‘অবশ্যই আমাদের দোষ আছে। আর আমাদের পোশাকের। পোশাক উত্তেজক হলে এ সব তো ঘটবেই!’

তাঁর এই বক্তব্যেও উড়ে এসেছে পাল্টা কটাক্ষ। হাঁসখালি ধর্ষণ-খুন কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে এক নেট ব্যবহারকারীর দাবি, বাচ্চা ছেলেমেয়েরা একটু দুষ্টুমি করবে না! ওদের চরিত্রের দোষ। একজন মহিলা মুখ্যমন্ত্রী এ কথা বলতে পারলে, ধর্ষকের দোষ কোথায়? এই কটাক্ষের যদিও কোনও উত্তর মেলেনি অভিনেত্রীর কাছ থেকে।

Advertisement
আরও পড়ুন