Child Birth

সন্তান জন্ম দিলে ৮১০০০ টাকা দেওয়া হবে! ২৫ বছরের কম বয়সি ছাত্রীদের প্রস্তাব রাশিয়ায়, কারণ কী?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে প্রশাসন। কারেলিয়া শহরের ঘটনা। সেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘মা’ হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৪:০৩
কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘মা’ হওয়ার প্রস্তাব। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘মা’ হওয়ার প্রস্তাব। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সুস্থ সন্তান জন্ম দিলেই মিলবে টাকা। আর তার জন্য ২৫ বছরের কম বয়সি ছাত্রীদের প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে বেঁধে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি শর্তও। আর সেই প্রস্তাব দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisement

‘দ্য মস্কো টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, এমনই প্রস্তাব দেওয়া হচ্ছে রাশিয়ার একটি শহরে। চিন এবং জাপানের মতোই দেশে জন্মহার বৃদ্ধির বিষয়ে উদ্যোগী হচ্ছে রাশিয়া। বিশেষ করে অল্পবয়সি ছেলেমেয়েদের সংসার করতে উৎসাহ দিতে এবং পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি করতেই এই উদ্যোগ বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে প্রশাসন। কারেলিয়া শহরের ঘটনা। সেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘মা’ হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এই প্রস্তাবে রাজি হলে তাঁদের ১ লক্ষ রুবল (ভারতীয় মুদ্রায় প্রায় ৮১ হাজার টাকা) দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ মেয়াদের পড়ুয়া হতে হবে ওই ছাত্রীকে। এ ছাড়াও কারেলিয়ার বাসিন্দা হতে হবে তাঁকে।

যাঁরা সুস্থ সন্তানের জন্ম দেবেন না, এই সুযোগ পাবেন না সেই সব ‘মা’। তব জন্ম দেওয়ার পর পরই যদি সন্তানের মৃত্যু হয়, তা হলে কি টাকা বা উল্লিখিত সুযোগ-সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু বলা হয়নি প্রশাসনের তরফে। তবে শুধু কারেলিয়াই নয়, রাশিয়ার আরও ১১টি শহরে অল্পবয়সি মেয়েদের এই প্রস্তাব গ্রহণে উৎসাহিত করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এই ধরনের প্রস্তাব নিয়ে দেশের নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। সরকারের দূরদর্শিতার অভাব রয়েছে বলেও কটাক্ষ করা হচ্ছে।

২০২৪ সালের প্রথম ছ’মাসে রাশিয়ায় ৫ লক্ষ ৯৯ হাজার ৬০০ বাচ্চার জন্ম হয়েছে। সে দেশের সমীক্ষা বলছে, ২৫ বছরে যা সবচেয়ে কম। ওই সময়ের মধ্যে ২০২৩ সালের তুলনায় ১৬ হাজার জন্ম কম হয়েছে। আর জন্মহার কমতে থাকায় উদ্বেগে সরকার। তাই জন্মহার বৃদ্ধির জন্য নানা রকম পদক্ষেপ করা শুরু হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশে।

Advertisement
আরও পড়ুন