Munawar Faruqui

‘রাস্তায় বসে নমাজ পাঠ করা যাবে না’, নিষেধাজ্ঞা শুনেই পাল্টা কোন প্রশ্ন তুললেন মুনাওয়ার?

প্রায়ই বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে উঠে আসেন মুনাওয়ার। বিভিন্ন কৌতুকানুষ্ঠানে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৮:৫২
Comedian Munawar Faruqui reacts to Meerut Police’s restriction on roadside namaz reading

রাস্তার ধারে নমাজ পাঠে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুললেন মুনাওয়ার। ছবি: সংগৃহীত।

রাস্তার ধারে বসে নমাজ পড়া যাবে না, নিষেধাজ্ঞা জারি করেছে মেরঠ পুলিশ। ইদের ঠিক আগে মেরঠ পুলিশের এই নিষেধাজ্ঞা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এই প্রসঙ্গে এ বার সরব হলেন মুনাওয়ার ফারুকি। মেরঠ পুলিশের উদ্দেশে পাল্টা প্রশ্ন তুলেছেন কৌতুকশিল্পী।

Advertisement

প্রায়ই বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে উঠে আসেন মুনাওয়ার। বিভিন্ন কৌতুকানুষ্ঠানে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে কারাবাসেও ছিলেন তিনি। এ বার রাস্তার ধারে নমাজ পড়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন তিনি।

মুনাওয়ার একটি প্রতিবেদন ভাগ করে নিয়েছেন তাঁর সমাজমাধ্যমে। প্রতিবেদনে বলা হয়েছে, “রাস্তার ধারে নমাজ পাঠে করা যাবে না, সাবধান করেছে মেরঠ পুলিশ। নিয়ম লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। এমনকি পাসপোর্ট ও চালকের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হবে।” রমজানের শেষ শুক্রবারেই এই নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন উঠেছে। মুনাওয়ার প্রশ্ন তুলেছেন, “৩০ মিনিটের নমাজের জন্য এত কিছু? এ বার থেকে কি ভারতের রাস্তায় কোনও উৎসবই হবে না?”

কৌতুকশিল্পীর অসংখ্য অনুরাগী। তাঁরাও মুনাওয়ারের এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন। অন্য দিকে, কটাক্ষের শিকার হতে হয়েছে মেরঠ পুলিশকে।

দিন কয়েক আগেই ‘হফতা ওয়াসুলি’ নামে একটি অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে মুনাওয়ারের বিরুদ্ধে। এই অনুষ্ঠানে মূলত বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে ব্যঙ্গ করা হয়। মুনাওয়ারের যোগদানের পরে এই অনুষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছিল। এমনকি, এই অনুষ্ঠান যাতে অবিলম্বে নিষিদ্ধ করা হয়, সেই দাবিও উঠেছিল। অভিযোগ ছিল, এই অনুষ্ঠান সংস্কৃতি ও মর্যাদাকে লঙ্ঘন করার সঙ্গে সমাজের ও নতুন প্রজন্মের মানসিকতা দূষিত করছে।

Advertisement
আরও পড়ুন