MI vs KKR match today

এক হারে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নীচে গত বারের চ্যাম্পিয়ন কেকেআর!

গত বারের চ্যাম্পিয়ন কেকেআরের কাছে এ বারের আইপিএলের শুরুটা একেবারেই ভাল হয়নি। সোমবার মুম্বইয়ের কাছে হেরে গিয়ে পয়েন্ট তালিকায় সবার নীচে চলে গেল কেকেআর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২২:৫৬
cricket

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। ছবি: পিটিআই।

বেঙ্গালুরুর কাছে হার দিয়ে শুরু। মাঝে রাজস্থানের বিরুদ্ধে জয়ের পর আবার মুম্বইয়ের কাছে হার। গত বারের চ্যাম্পিয়ন কেকেআরের কাছে এ বারের আইপিএলের শুরুটা একেবারেই ভাল হয়নি। সোমবার মুম্বইয়ের কাছে হেরে গিয়ে পয়েন্ট তালিকায় সবার নীচে চলে গেল কেকেআর।

Advertisement
GFX

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শুধু তা-ই নয়, অজিঙ্ক রাহানের দলের রান রেটও খুব খারাপ জায়গায়। বাকি ম্যাচগুলির কয়েকটা বড় ব্যবধানে না জিতলে প্রতিযোগিতার শেষের দিকে সমস্যায় পড়তে হতে পারে কেকেআরকে। কারণ আইপিএলের প্রথম চারে থাকতে গেলে শেষ দিকে রান রেট গুরুত্বপূর্ণ হয়ে যায়।

সোমবারের হারের পর তিন ম্যাচে মাত্র দু’পয়েন্ট কেকেআরের। রান রেট -১.৪২৮। নবম স্থানে রয়েছে রাজস্থান। তাদেরও তিন ম্যাচে পয়েন্ট ২। তবে রান রেট -১.১১২। চলতি আইপিএলে প্রথম জয়ের ফলে মুম্বই উঠে এসেছে ষষ্ঠ স্থানে। তিন ম্যাচে দুই পয়েন্ট হলেও রান রেট ০.৩০৯। এর পরে রয়েছে চেন্নাই (-০.৭৭১) এবং হায়দরাবাদ (-০.৮৭১)।

চমকের ব্যাপার, প্রথম পাঁচে যে দলগুলি রয়েছে তাদের মধ্যে মাত্র একটিই দল আইপিএল জিতেছে। সবার উপরে রয়েছে বেঙ্গালুরু। দুই ম্যাচে তাদের চার পয়েন্ট। রান রেট ২.২৬৬। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিরও দুই ম্যাচে চার পয়েন্ট। রান রেট ১.৩২০। লখনউ (০.৯৬৩) এবং গুজরাতের (০.৬২৫)। দু’দলেরই দু’ম্যাচ খেলে দু’পয়েন্ট। একমাত্র পঞ্জাব একটি ম্যাচ খেলেছে। তারা রয়েছে পঞ্চম স্থানে।

Advertisement
আরও পড়ুন