Celeb controversy

বকেয়া না মিটিয়েই দিব্যি অনুষ্ঠান করে বেড়াচ্ছেন! দিলজিতের পর এ বার আইনি গেরোয় বাদশা

গান হিট। এ দিকে বাদশার পাত্তা নেই! বারবার তাঁকে ‘রিমাইন্ডার’ পাঠিয়েও হদিশ পাচ্ছেন না বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার, অভিযোগ এমনই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৮:২৭
ফ্যাসাদে পঞ্জাবি গায়ক বাদশা।

ফ্যাসাদে পঞ্জাবি গায়ক বাদশা। ছবি: ফেসবুক।

দিন দুয়েক আগে দিলজিৎ দোসাঞ্জের বিরুদ্ধে আইনি নোটিস জারি হয়েছে। সেই পর্ব মিটতে না মিটতেই আরও এক পঞ্জাবি র‌্যাপার আইনি গেরোয় ফাঁসলেন! জানা গিয়েছে, বাদশা তাঁর হিট মিউজিক ভিডিয়ো ‘বাওলা’র বকেয়া না মিটিয়েই দিব্যি অনুষ্ঠান করে বেড়াচ্ছেন। অন্য দিকে, বিজ্ঞাপনী সংস্থা একের পর এক ‘রিমাইন্ডার’ পাঠাতে পাঠাতে ক্লান্ত! তবু হুঁশ ফিরছে না গায়কের। শেষে বাধ্য হয়ে কার্নাল জেলা আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংশ্লিষ্ট সংস্থার কর্ণধার।

Advertisement

‘বাওলা’ গানটি বাদশা ছাড়াও গেয়েছেন সমরীন কৌর, উচানা অমিত। গানটির মিউজিক ভিডিয়ো তৈরির পর প্রচারের দায়িত্বে ছিল এই বিজ্ঞাপনী সংস্থার। সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়, নির্দিষ্ট অর্থের বিনিময়ে গানের প্রচারের দায়িত্ব নেয় তারা। অকাতরে অর্থ ব্যয় করে। গান দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে যায়। কিন্তু বাকি অর্থ এখনও তাদের কাছে এসে পৌঁছয়নি। বাদশার নাগাল না পাওয়ায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সংস্থা।

বাদশা অবশ্য এই প্রথম কোনও আইনি গেরোয় ফাঁসলেন না। গত বছর মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখা তাঁকে অনলাইন জুয়া খেলা প্রচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছিল। সেই সময় গায়কের আইনজীবী জানান, র‌্যাপারকে শুধুমাত্র সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, অভিযুক্ত হিসাবে নয়।

Advertisement
আরও পড়ুন