Helen Mccrory

ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫২-তে চলে গেলেন ব্রিটিশ অভিনেত্রী হেলেন

হেলেনের স্বামী ড্যামিয়েন লুইস তাঁর মৃত্যুর খবরটি টুইটারের মাধ্যমে প্রকাশ্যে আনেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ২২:৫৪
হেলেন ম্যাকক্রোরি।

হেলেন ম্যাকক্রোরি।

মাত্র ৫২-তেই চলে গেলেন ব্রিটিশ অভিনেত্রী হেলেন ম্যাকক্রোরি। ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী। শুক্রবার হঠাৎ মৃত্যু হয় তাঁর।

বিখ্যাত টেলিভিশন সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এ ‘আন্ট পলি’-র চরিত্রে অভিনয় করছিলেন তিনি। ‘হ্যারি পটার’ –এর বেশ কয়েকটি ভাগে ‘নার্সিসা ম্যালফয়’ অর্থাৎ ড্রেকো ম্যালফয়ের মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী। এ ছাড়াও ২০১২ সালে ‘স্কাইফল’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।

হেলেনের স্বামী ড্যামিয়েন লুইস তাঁর মৃত্যুর খবরটি টুইটারের মাধ্যমে প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছেন, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন হেলেন। জীবনের অন্তিম মুহূর্তে বন্ধু এবং আত্মীয় পরিবেষ্টিত ছিলেন তিনি।

হেলেনের স্বামী ড্যামিয়েনও পেশায় অভিনেতা। ২০০৭ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তাঁদের দুই সন্তানও রয়েছে। মেয়ে ম্যানন এবং ছেলে গ্যালিভার।

অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ সিনেজগৎ। টুইটারে শোকবার্তা জানিয়েছেন বহু তারকাও।

Advertisement
আরও পড়ুন
Advertisement