Ranveer Singh's Fatherhood

ছোট্ট দুয়ার জন্য এই কাজটিও করে ফেলতে পারেন রণবীর! প্রকাশ্যে জানালেন নতুন বাবা

চলতি বছরের শুরুতেই রণবীর-দীপিকা ঘোষণা করেছিলেন, সেপ্টেম্বর নাগাদ তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তার পরই রণবীর বলেছিলেন, সন্তানের দেখভালের জন্য কিছু দিন বিরতি নেবেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৮:০৭
Image of Ranveer Singh

সদ্য বাবা হয়েছেন রণবীর সিংহ, মেয়েকে নিয়ে তার ভাবনার কথা জানালেন প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।

সেপ্টেম্বর মাসে রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের কোলে এসেছে প্রথম সন্তান। দীপাবলির সময় দম্পতি সমাজমাধ্যমে জানিয়েছিলেন, তাঁদের মেয়ের নাম দুয়া, যার অর্থ প্রার্থনা। বাবা, মা দু’জনের পদবিই ব্যবহার করবে দুয়া। কিন্তু এই সময়ের মধ্যেই বাবা রণবীরের জীবনে বড়সড় পরিবর্তন এনে ফেলেছে মাস দুয়েকের দুয়া।

Advertisement

চলতি বছরের শুরুতেই রণবীর-দীপিকা ঘোষণা করেছিলেন, সেপ্টেম্বর নাগাদ তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তার পরই রণবীর বলেছিলেন, তিনি সন্তানের দেখভালের জন্য কিছু দিন বিরতি নেবেন। পিতৃত্বকালীন ছুটি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রণবীর ও দীপিকা অভিনীত ছবি ‘সিংহম আগেন’। পরবর্তী কাজের জন্য তৈরি হচ্ছেন রণবীর। সম্প্রতি দম্পতিকে দেখা গিয়েছে বিমানবন্দরে। দীপিকার কোলে ছোট্ট দুয়া। ছবিশিকারিরা তাকে ক্যামেরায় ধরতে না পারলেও দীপবীরের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এ বার এক অনুষ্ঠানে মেয়েকে নিয়ে নিজের মনের কথা জানালেন রণবীর।

বাবা হিসাবে কেমন লাগছে? এই প্রশ্ন উঠতেই রণবীর নিজের অনুভূতি সম্পর্কে বলেন, “অপার আনন্দ”। বাবা হওয়ার অনুভূতি নিয়ে বলতে গিয়ে অভিনেতা দাবি করেন, আপাতত এই ভাললাগা আর ভালবাসায় ডুবে রয়েছেন। নিজের স্বভাবগত রসিকতায় তিনি ভক্তদের বলেন, “বেশ কয়েকদিন ধরে আমি বাবার ভূমিকায় রয়েছি। তাই এখন তোমাদের সবাইকে ছেড়ে দিতেও প্রস্তুত।”

এই বিশেষ সফরে স্ত্রীর ভূমিকাও তাঁর কাছে প্রশংসনীয়। অভিনেতা দীপিকার ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করেন, ‘জাদু’। তাঁর মতে, জীবনের নানা উত্থান-পতন নিয়ে কথা বলতে হয় জীবনসঙ্গীর সঙ্গে। আর এই বন্ধনটাই তাঁর কাছে জাদুর মতো।

Advertisement
আরও পড়ুন