Jisshu Sengupta

‘শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্ত্র ধৈর্য আর বীর্য’ বিচ্ছেদের মাঝে কেন বললেন যীশু

বেশ কয়েক দিন ধরে প্রকাশ্যে ধরা দেননি যীশু। তবে সম্প্রতি মেদিনীপুরে একটি অনুষ্ঠানে তাঁর দেখা মিলেছে। অনুষ্ঠানের মঞ্চ থেকেই দেবকে ফোন করলেন যীশু।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৬:২০
Image of Jisshu Sengupta

বিচ্ছেদের জল্পনার মাঝে প্রকাশ্যে ধরা দিলেন যীশু সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদ, মুম্বইয়ে আপ্তসহায়ক শিনাল সুর্তির সঙ্গে প্রেমের গুঞ্জন— নানা কারণে শিরোনামে এসেছেন যীশু সেনগুপ্ত। বেশ কয়েক দিন ধরে প্রকাশ্যে ধরাও দেননি অভিনেতা। তবে সম্প্রতি মেদিনীপুরে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত কারণেও চর্চায় অভিনেতা। আসন্ন ‘খাদান’ ছবিতে দেবের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সেখানে কীর্তন গায়কের চরিত্রে দেখা মিলবে যীশুর। মঙ্গলবার প্রকাশ্যে আসতে চলেছে ‘খাদান’ সিনেমার প্রথম গান ‘রাজার রাজা’। সেই গানের প্রথম ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের।

কীর্তনিয়ার চরিত্র, কিন্তু সংলাপে যেন যুদ্ধের আভাস! ‘‘শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্তর (অস্ত্র) ধৈর্য আর বীর্য’’, এমন কথা শোনা গিয়েছে যীশুর চরিত্রের মুখে। তার সঙ্গে ‘জয় গুরু’ বলেই হায়নার মতো হাসি। মেদিনীপুরে অনুষ্ঠানের মঞ্চে এই সংলাপই শোনালেন অভিনেতা। অনুষ্ঠানের মাঝে দেবকে ফোন করলেন।

যীশু-নীলাঞ্জনার সম্পর্কে দূরত্বের কথা টলিপাড়ায় এখন সকলেই জানেন। যদিও আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেননি দম্পতি। ছাদ আলাদা হয়েছে আগেই। এই মুহূর্তে নীলাঞ্জনার জীবন আবর্তিত হচ্ছে দুই মেয়ে সারা ও জ়ারাকে ঘিরে। বিচ্ছেদের জল্পনা যখন তুঙ্গে, যীশু তখন ‘খাদান’ ছবির শুটিংয়ে ব্যস্ত আসানসোলে। চরিত্রের সাজে যীশুর ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছিল, “কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি।”

আরও পড়ুন
Advertisement