Bhumi Pednekar

সৌন্দর্য নিয়ে হীনমন্যতায় ভুগতেন! কী ভাবে আত্মবিশ্বাস ফিরে পান অভিনেত্রী ভূমি?

সৌন্দর্যের তথাকথিত সংজ্ঞার সঙ্গে নিজেকে মেলাতে পারতেন না বলে, আত্মবিশ্বাসের অভাব ছিল বলে জানিয়েছেন ভূমি পেডনেকর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ১৮:৪০
Bhumi Pednekar says that she was affected due to so called beauty standards

ভূমি পেডনেকর। ছবি-সংগৃহীত।

অভিনয়, এমনকি রূপটানের জন্যও প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী ভূমি পেডনেকর। কিন্তু এক সময়ে সৌন্দর্য ও নিজের চেহারা নিয়ে বেশ হীনমন্যতায় ভুগতেন অভিনেত্রী। সৌন্দর্যের তথাকথিত সংজ্ঞার সঙ্গে নিজেকে মেলাতে পারতেন না বলে আত্মবিশ্বাসের অভাব ছিল বলে জানিয়েছেন ভূমি।

Advertisement

কিন্তু নিজেই এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছিলেন অভিনেত্রী। নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য ফ্যাশন নিয়ে ভাবতে শুরু করেন। এর ফলে আত্মবিশ্বাস তৈরি হতে শুরু করে বলে জানান তিনি।

ভূমি বলছেন, ‘‘আমি যখন বড় হচ্ছি, খুব আত্মবিশ্বাসের অভাব ছিল। সৌন্দর্যের তথাকথিত সংজ্ঞা রয়েছে। তার সঙ্গে নিজেকে মেলাতে চাইতাম। কিন্তু সেই সৌন্দর্যের সংজ্ঞা আমি নিজের উপর চাপিয়ে দিইনি। নিজেকে খুঁজে পাওয়ার মাধ্যম হিসাবে ফ্যাশনকে ব্যবহার করতে শুরু করি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সৌন্দর্য ও ফ্যাশন নিয়ে নিজের ধারণার বিবর্তন হতে থাকে।’’

বর্তমানে নিজের সাজপোশাক নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেন ভূমি। অভিনেত্রীর কথায়, ‘‘শুধু দেখতে সুন্দর লাগলেই হয় না, সাজের মধ্যে নিজের ব্যক্তিত্ব প্রকাশ পাওয়া দরকার। সাজ ব্যতিক্রমী হচ্ছে কি না সেটাও একটি বিষয়। ফ্যাশন ও সৌন্দর্যের মাধ্যমে আমি নিজেকে, নিজের মন ও আবেগকে ব্যক্ত করতে পারছি কি না, সেটাই গুরুত্বপূর্ণ।’’

২০১৫ সালে ‘দম লাগাকে হাইসা’ ছবিতে প্রথম অভিনয় ভূমির। এক পৃথুলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার পর থেকে গ্রামের মহিলার চরিত্রেরই প্রস্তাব পাচ্ছিলেন তিনি।

ভূমি বলেছেন, ‘‘আমায় একই ধরনের চরিত্রে ভাবত সবাই। অধিকাংশ ছবিতে আমি ছোট শহরের মহিলার চরিত্রে অভিনয় করি। তার পর থেকেই পাশের বাড়ির মেয়ের চরিত্রে আমায় দেখতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। আমার তা নিয়ে অসুবিধা নেই। কিন্তু আমি চেয়েছিলাম, আমার ফ্যাশন যেন সেই ধারণা ভাঙতে পারে। আমি অল্প বয়সি, আত্মবিশ্বাসী মহিলা। সেটাই আমার রূপটানের মাধ্যমে ফুটে উঠুক এটাই চাই।’’

উল্লেখ্য, ভূমিকে শেষ দেখা গিয়েছে ‘ভক্ষক’ ছবিতে। এই ছবিতে একটি শক্তিশালী চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

Advertisement
আরও পড়ুন