মনামী ঘোষ। ছবি-সংগৃহীত
সাদা শাড়িতে কালো রং দিয়ে আঁকিবুকি। চাইনিজ় কলারের কালো ব্লাউজ। আলগা করে বেণী বাঁধা আর কপালে লাল টিপ। এমন বেশেই সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এর টিজ়ার লঞ্চের অনুষ্ঠানে দেখা গেল অভিনেত্রী মনামী ঘোষকে। কারণ ছবিতে মৃণাল-জায়া গীতা সেনের চরিত্রে অভিনয় করছেন তিনি।
সাজ নিয়ে জিজ্ঞাসা করতেই আনন্দবাজারকে মনামী বললেন, ‘‘এই সাজের মধ্যে কিছুটা গীতা সেন রয়েছেন। কিছুটা মনামী ঘোষ নিজে। মনামী নিজেও এমন সাজে।’’
এই প্রথম সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবিতে কাজ করছেন মনামী। কী ভেবে গীতা সেনের চরিত্রে মনামীকে বেছে নিলেন পরিচালক?
উত্তরে অভিনেত্রী বললেন, ‘‘গীতা সেনের মুখের গড়ন গোল। চোখ-নাক (ফিচার্স) একটু অন্য রকম। সেই ধরন কার সঙ্গে মেলে, এমনই একজনকে সৃজিতদা খুঁজছিলেন। তখন সৃজিতদার এক জন সহকারী পরিচালক আমার নাম উল্লেখ করেন। আমার নামটা শুনে নাকি সৃজিতদা দু’হাত তুলে নাচতে শুরু করেছিলেন। সঙ্গে সঙ্গে আমায় ফোন করেন। আমি বলেছিলাম পরের দিন যাব। কিন্তু সৃজিতদা বললেন তখনই যেতে হবে। তার পর গিয়ে কথা হল।’’
সাধারণত এই ধরনের চরিত্রে আগে দেখা যায়নি মনামীকে। এই প্রসঙ্গে তিনি বলছেন, ‘‘আমায় মানুষ গ্ল্যামারাস চরিত্রেই বেশি দেখেছে। সেই ছাঁচটা ভেঙে এই চরিত্রে আমায় ভাবার পুরো কৃতিত্বই সৃজিতদার। তিনিই আমায় এই ভাবে ভাবতে পেরেছেন। সাধারণত, ব্যক্তিত্ব ও সাজের দিক থেকে গীতা সেনের মতো বাস্তবেও যাঁরা, পরিচালকের তাঁকেই বেছে নেওয়ার কথা। কিন্তু সৃজিতদা মুখের মিল দেখে আমায় ভেবেছেন।’’
গীতা সেনের চরিত্রে অভিনয় করতে কতটা প্রস্তুতি নিতে হয়েছে, তা নিয়েও কথা বলেছেন মনামী। অভিনেত্রীর কথায়, ‘‘সেই ভাবে প্রস্তুতি নেওয়ার সময় পাইনি। চরিত্রটি পাওয়ার ১৫ দিনের মধ্যেই শুটিং শুরু হয়। আসলে মানুষকে তৈরি থাকতে হয়। যাতে পরিচালক যা বলছেন, সেটা সহজেই বুঝে নেওয়া যায়। হয়তো সেই প্রস্তুতিটা আমার ছিল। সৃজিতদাও বুঝেছিলেন, আমার দ্বারা কাজটা হবে। গীতা সেনের অভিনীত ছবি দেখে ওঁর চলন, হাঁটাচলা রপ্ত করেছি। ওঁর একটা ভিডিয়ো সাক্ষাৎকার রয়েছে। সেটা দেখেছি।’’
গীতা সেনের চরিত্রে অভিনয় করলেও নিজের সঙ্গে কোনও মিল খুঁজে পাননি মনামী। অভিনেত্রী বলেছেন, ‘‘গীতা সেনের সঙ্গে আমি নিজের কোনও মিল পাইনি। আমি বরং মৃণাল সেনের সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছি। কারণ, আমি এখন যে জায়গায় আছি, সেখানে থাকতে গেলে পরিবারকে পাশে দরকার হয়। আমার পরিবারের মানুষ আমায় সাহায্য করে এই জায়গায় থাকতে। আমি সেই অর্থে সব সময়ে পরিবারের পাশে থাকতে পারি না। আমার শিরদাঁড়া আমার পরিবার। আমার পরিবার, মা-বাবা হলেন গীতা সেনের মতো।’’
সৃজিতের ‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর প্রসঙ্গে মনামী বলেছেন, ‘‘চঞ্চলদা হলেন খুব সহজ মনের মাটির মানুষ। আমি যত জন অভিনেতার সঙ্গে এত দিন কাজ করেছি, তাঁদের মধ্যে সব চেয়ে সহজ মানুষ হলেন চঞ্চলদা।’’