Rashifal Of Rupanjana Mitra

‘স্বাস্থ্যের উন্নতির জন্য পলা পরেছিলাম, উপকার পেয়েছি!’ নিজের রাশি নিয়ে কী বললেন রূপাঞ্জনা?

ইদানীং রাশিচক্র, রাশিফল, শনি গ্রহের সাড়ে সাতি বা ঢাইয়া নিয়ে আলোচনা তুঙ্গে। অভিনেতারাও কি জ্যোতিষশাস্ত্র মানেন?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৭:৩৫
রাশিচক্র নিয়ে রূপাঞ্জনা মিত্রের ভাবনা।

রাশিচক্র নিয়ে রূপাঞ্জনা মিত্রের ভাবনা। ছবি: সংগৃহীত।

গত শনিবার, ২৯ মার্চ জ্যোতিষশাস্ত্র মতে গুরুত্বপূর্ণ দিন ছিল। এ দিন একযোগে অমাবস্যা,আংশিক সূর্যগ্রহণ এবং শনি গ্রহের বহু বছর পর স্থান পরিবর্তন। কোন রাশির সাড়েসাতি দশা শুরু, কোন রাশির ঢাইয়া চলবে কিংবা শনি গ্রহের কৃপা লাভ করবেন কোন কোন রাশির ব্যক্তিরা— এই আলোচনায় এ দিন সংবাদমাধ্যম থেকে পত্রপত্রিকা ও সমাজমাধ্যম ছয়লাপ।

Advertisement

রুপোলি পর্দার খ্যাতনামীরাও কি একই ভাবে জ্যোতিষশাস্ত্রের দ্বারা প্রভাবিত? তাঁরা কি কর্মফলের চেয়েও ভাগ্যফলে বিশ্বাসী?

অভিনেত্রী শ্রুতি দাস-সহ অনেকেই এ দিন সমাজমাধ্যমে নিজেদের ভাবনা তুলে ধরেছেন। অধিকাংশ শিল্পীর দাবি, কর্ম যেমন হবে ফলও তেমনই মিলবে। আনন্দবাজার ডট কম সবিস্তার জানতে যোগাযোগ করেছিল অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের সঙ্গে। ইংরেজি জন্মতারিখ অনুযায়ী তাঁর তুলা রাশি। রূপাঞ্জনার আঙুলে একটা সময় বড় মাপের পলার আংটি ছিল। তার মানে, জ্যোতিষে ভরসা রয়েছে তাঁর?

প্রশ্ন করতেই জবাব এল, “পলা যখন পরেছিলাম তখন অনেকটাই ছোট। সেই সময় কোষ্ঠী গণনার চল ছিল। বাবা আমার কোষ্ঠী বিচার করিয়ে পলা এনে দিয়েছিলেন। বলেছিলেন, এই পাথর পরলে আমার শরীর ভাল থাকবে। বাবার কথা শুনে পরেছিলাম। বলতে দ্বিধা নেই, আমি কিন্তু ফল পেয়েছি। স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে সেই সময়।”

এই জায়গা থেকে জ্যোতিষশাস্ত্রকে একেবারে পাশে সরিয়ে রাখতে পারছেন না অভিনেত্রী। রূপাঞ্জনার কথায়, “বিষয়টি অনেক বড়। দু’চার কথায় একে ব্যাখ্যা করা সম্ভব নয়। এর গণনাও খুবই সূক্ষ্ম। তার পরেও বলব, এমন অনেকেই আছেন যাঁরা নির্ভুল গণনা করতে পারেন। এঁরা কিন্তু অনেক ক্ষেত্রেই সঠিক হন। তাঁদের দেখানো পথে হেঁটে অনেকেই উপকার পেয়েছেন।”

তা হলে কি মানুষের জীবন কর্ম নয়, তার ভাগ্য নিয়ন্ত্রণ করে? গ্রহের অবস্থানের উপরে নির্ভরশীল? প্রতিকারের একমাত্র উপায় নানা ধরনের রত্ন বা শান্তি-স্বস্ত্যয়ন?

“একেবারেই না। আমাদের কর্ম করে যেতে হবে। অবশ্যই সেই কর্ম যেন ইতিবাচক হয়। ইতিবাচক কর্ম মানেই জীবনে শুভ প্রভাব। নেতিবাচক কর্ম করলে তার প্রভাব ভাল হবে না সেটা বলাই বাহুল্য। পাশাপাশি, অনেকে রত্ন ধারণ করে উপকার পান। হয়তো নিছকই মনের শান্তি”, দাবি তাঁর। একটা সময় তাই নিতান্ত কৌতূহলের বশেই অভিনেত্রী সংবাদপত্রে প্রকাশিত রাশিফল নিয়মিত দেখতেন। মিলে যেতেই খুশি হতেন। না মিললে? “কিছু হত না। আমার মতে বিশ্বাস থাকা ভাল। কোনও বিষয়ের প্রতি অন্ধবিশ্বাস কাম্য নয়”, বললেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন