Raima Sen Birthday

জন্মদিনে শহরে রাইমা, নেই শুটিং, কী ভাবে কাটাবেন বিশেষ দিনটি? জানালেন অভিনেত্রী

৭ নভেম্বর অভিনেত্রী রাইমা সেনের জন্মদিন। বিশেষ দিনটি কী ভাবে কাটাবেন অভিনেত্রী? পরিকল্পনা জানালেন আনন্দবাজার অনলাইনকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৮:৫৮
image of Bengali actress Raima Sen

রাইমা সেন। ছবি: সংগৃহীত।

জন্মদিনে শুটিংয়ের ব্যস্ততা নেই। কলকাতায় রয়েছেন রাইমা সেন। বৃহস্পতিবার অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি কী ভাবে কাটবে তাঁর?

Advertisement

শহরে থাকলে জন্মদিনের দিনটি পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গেই কাটাতে পছন্দ করেন রাইমা। এ বারেও তার অন্যথা হচ্ছে না। বৃহস্পতিবার তিনি কোনও কাজ রাখেননি। জানালেন, বাড়িতে পরিবারের সঙ্গেই সময় কাটাবেন। কয়েক জন বন্ধুও বাড়িতে আসতে পারেন। সাধারণত জন্মদিনে কেউ কেউ নিজের জন্য কোনও প্রতিজ্ঞা করেন। রাইমা কি এ রকম কোনও বিশেষ প্রতিজ্ঞায় বিশ্বাস করেন? অভিনেত্রী বললেন, ‘‘এক দম নয়। জন্মদিন কেন, আমি কোনও রেজ়োলিউশনেই বিশ্বাস করি না।’’

সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি বাংলা ওয়েব সিরিজ়ে দর্শক রাইমাকে দেখেছেন। তার মধ্যে ‘রক্তকরবী’ এবং ‘কলঙ্ক’ অন্যতম। রাইমা বেছে কাজ করতে পছন্দ করেন। তবে অভিনেত্রীর শেষ মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ছিল ‘দ্বিতীয় পুরুষ’। চার বছর অতিক্রান্ত। নতুন ছবিতে দেখা যায়নি তাঁকে। গত কয়েক বছরে বলিউডে ঘন ঘন কাজ করছেন অভিনেত্রী। টলিপাড়ার উপর অভিনেত্রী কি কোনও অভিমান করেছেন? রাইমা হেসে বললেন, ‘‘একদম নয়। রাগ কেন করব! আমি তো পর পর ওয়েব সিরিজ় করলাম।’’ তাঁর কাছে বাংলা থেকে প্রস্তাব আসতেই থাকে, সে কথাও স্পষ্ট করলেন অভিনেত্রী। রাইমার কথায়, ‘‘কিছুই নয়। আরও ভাল এবং শক্তিশালী চরিত্রের অপেক্ষায় রয়েছি।’’

বড়দিনে মুক্তি পাচ্ছে প্রতিম ডি’গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা। এ ছাড়াও অভিনেত্রীর ‘হাওয়া বদল ২’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বলিউডেও বেশ কিছু নতুন কাজের জন্য অভিনেত্রী কথাবার্তা হয়েছে।

Advertisement
আরও পড়ুন