Abhishek Bachchan-Aishwarya Rai Bachchan

ছেলের সঙ্গে নাম জড়ানোয় বিরক্ত বচ্চন পরিবার! কোন পদক্ষেপ করতে হল নিমরত কৌরকে?

সরাসরি অভিষেকের সঙ্গে প্রেম নিয়ে কথা না বললেও, নিজের প্রেমজীবনের অবস্থান স্পষ্ট করে দিলেন নিমরত কৌর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৯:০০
(বাঁ দিক থেকে) অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, নিমরত কৌর।

(বাঁ দিক থেকে) অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন, নিমরত কৌর। ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, দীর্ঘ দাম্পত্য ভাঙতে চলেছে। এক দিকে ভারতের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন, অন্য দিকে বলিউডের শাহেনশাহ অমিতাভ-পুত্র অভিষেক বচ্চন। তাই আলোচনার বহর একটু হলেও বেশি। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি দু’জনের কেউই। তবে, ভাঙনের কারণ হিসেবে নাকি দায়ী করা হচ্ছিল অভিষেকের ‘দসভি’ ছবির সহ অভিনেত্রী নিমরত কৌরকে। সমাজমাধ্যম জুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে ফিসফাস। নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে। ক্রমাগত ঐশ্বর্যার সঙ্গে তাঁর তুলনা টানা হচ্ছে। প্রায় মাস দুয়েক ধরেই এই জল্পনা চলছে। অবশেষে এই প্রসঙ্গে কোন বিবৃতি দিলেন নিমরত?

Advertisement

সমাজমাধ্যমে ক্রমাগত নেতিবাচক মন্তব্য চলছে নিমরতকে নিয়ে। এর মাঝেই ‘সিটাডেল হানি বানি’ স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নায়িকা। সরাসরি অভিষেকের সঙ্গে প্রেম নিয়ে কথা না বললেও, নিজের প্রেমজীবনের অবস্থান স্পষ্ট করে দিলেন নিমরত কৌর। এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি এখন সম্পূর্ণ ‘সিঙ্গল’। কোনও সম্পর্কে তিনি নেই। পাশাপাশি সিঙ্গল মেয়েদের একা ঘুরতে যাওয়ার বিষয়ে বেশ কিছু তথ্য দেন অভিনেত্রী।

এ দিকে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ছেলের সঙ্গে নিমরতের নাম জড়ানোয় নাকি বেশ বিরক্ত বচ্চন পরিবার। কেন নিমরত কিছু বলছিলেন না সেই নিয়েও অসন্তোষ ছিল তাঁদের। সেই জন্যই কি শেষ পর্যন্ত নিজেকে সিঙ্গল ঘোষণা করলেন নিমরত!

Advertisement
আরও পড়ুন