Durga Puja 2024

সপ্তমীতে অনুরাগীদের পুজোর শুভেচ্ছা জানালেন কোয়েল, কী বললেন হবু মা?

দেবীপক্ষের প্রথম দিনেই আসন্ন মাতৃত্বের সুখবর প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক। সপ্তমীর সকালে অনুরাগীদের পুজোর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১৬:৪৭
Bengali actress Koel Mallick shares her Durga Puja wish for fans on Saptami

সপ্তমীতে বাড়ির পুজোমণ্ডপে কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত।

সম্প্রতি জানিয়েছিলেন, তিনি দ্বিতীয় বার মা হতে চলেছেন। তার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি যে আগামী কয়েক মাস কাজ থেকে বিরতি নিতে পারেন, তা অনুমেয়। কিন্তু পুজোর মধ্যে বিশ্রাম নিতে নারাজ কোয়েল। সপ্তমীতে বাড়ির দুর্গামণ্ডপেই দেখা গেল অভিনেত্রীকে। অনুরাগীদের উদ্দেশে শারদীয়ার বিশেষ শুভেচ্ছাবার্তাও দিলেন পর্দার মিতিন মাসি।

Advertisement

আরজি কর-কাণ্ডের আবহে চলতি বছরে ‘উৎসব’ থেকে দূরে থাকছেন মল্লিক পরিবারের সদস্যেরা। তাই আগেই কোয়েলের বাবা রঞ্জিৎ মল্লিক জানিয়েছিলেন, চলতি বছরে পুজোর সময়ে মল্লিকবাড়ির দরজা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। কিন্তু তা বলে মায়ের আরাধনা বন্ধ থাকবে না। অন্য দিকে ৩ অক্টোবর দেবীপক্ষের প্রথম দিনেই দ্বিতীয় বার মা হতে চলার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন কোয়েল। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।।’’

তবে পুজোর দিনগুলো যে বাড়ির পুজোর আয়োজনের ব্যস্ততার মধ্যেই কাটবে, বৃহস্পতিবার অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়ো থেকে তা স্পষ্ট। দুর্গামণ্ডপে বসেই অনুরাগীদের শারদীয়ার শুভেচ্ছা জানালেন তিনি। সপ্তমীতে অভিনেত্রীর পরনে গোলাপি শিফন শাড়ি। হাতে সোনার বালা। কপালে টিপ এবং হালকা রূপটান। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয় কোয়েল বলেছেন, ‘‘শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছি সকলকে। বড়দের আমার প্রণাম। ছোটদের আমার অনেক অনেক ভালবাসা। পুজো দারুণ কাটুক। আনন্দে থাকুন, ভাল থাকুন। দারুণ ভূরিভোজ হোক, সঙ্গে ঠাকুর দেখা।’’ এরই সঙ্গে প্রতিমার দিকে নির্দেশ করে কোয়েল বলেন, ‘‘মায়ের কাছে প্রার্থনা করি, যাতে সকলের মনস্কামনা পূর্ণ হয়। ভাল থাকুন এবং সকলকে ভাল রাখুন।’’

কোয়েলের শুভেচ্ছাবার্তায় আপ্লুত তাঁর অনুরাগীদের একাংশ। কেউ লিখেছেন, ‘‘আপনারও পুজো ভাল কাটুক।’’ আবার কারও মতে, কোয়েল বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র মহিলা সুপারস্টার। এক অনুরাগী লিখেছেন, ‘‘আপনিও খুব ভাল থাকুন। ঈশ্বর আপনার সন্তানদের ভাল রাখুন।’’

Advertisement
আরও পড়ুন