First picture of Jeet Son's

খালি গায়ে পায়ের উপর পা তুলে শুয়ে আছে খুদে, ছেলেকে প্রকাশ্যে আনলেন জিৎ

ছেলের জন্মর পর প্রায় ছয় মাস কেটে গেলেও ছেলেকে আড়ালেই রেখেছিলেন অভিনেতা। তবে ছবি ‘বুমেরাং’ মুক্তি পেতেই ছেলেকে প্রকাশ্যে আনলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ১৫:১৪
ছেলের ছবি প্রকাশ্যে আনলেন জিৎ।

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন জিৎ। ছবি: সংগৃহীত।

মকরসংক্রান্তির দিন দ্বিতীয় বার বাবা হয়েছিলেন অভিনেতা জিৎ মদনানি। মেয়ে হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হয়েছেন জিৎ ও তাঁর স্ত্রী মোহনা মদনানি। ছেলের জন্মের পর প্রায় ছয় মাস কেটে গেলেও তাকে আড়ালেই রেখেছিলেন অভিনেতা। ছেলের নাম রেখেছেন রোনভ। তবে ছবি ‘বুমেরাং’ মুক্তি পেতেই ছেলেকে প্রকাশ্যে আনলেন অভিনেতা। রইল সেই ছবি।

Advertisement

মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগৎ। কোনও রকম ফিল্মি পার্টি কিংবা প্রিমিয়ার— কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। নিজের পরিবারের নতুন সদস্যকে যে খানিক রেখেঢেখেই প্রকাশ্যে আনবেন, তেমনটাই প্রত্যাশিত ছিল। প্রিয় তারকার ছেলেকে কেমন দেখতে, সেই অপেক্ষায় ছিলেন জিতের অনুরাগীরা। অভিনেতা ছেলের তিনটে ছবি দিয়েছেন সমাজমাধ্যমে। প্রথম ছবিতে একা পায়ের উপর পা তুলে শুয়ে আছে ছোট্ট রোনভ। দ্বিতীয় ছবিতে তাঁদের চার জনের ছবি দিয়েছেন অভিনেতা। তৃতীয় ছবিতে গোটা মদনানি পরিবারকে দেখা গিয়েছে এই পরিবারের নতুন সদস্যের সঙ্গে।

গত কয়েক মাসে টলিপাড়ায় একের পর এক সুখবর। কয়েক দিন আগে দাদু হয়েছেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী। মা-বাবা হয়েছেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। দ্বিতীয় বারের জন্য বাবা-মা হয়েছেন রাজ-শুভশ্রীও। যদিও তাঁরাও এখনও মেয়ে ইয়ালিনিকে প্রকাশ্যে আনেননি। তবে এ ক্ষেত্রে অনুরাগীদের খুব বেশি অপেক্ষা করাননি জিৎ।

Advertisement
আরও পড়ুন