Saheb Chattopadhyay

রক্তে সংক্রমণ, ধুম জ্বর, বাতিল অনুষ্ঠান, জন্মদিনে হাসপাতালে সাহেব, এখন কেমন আছেন অভিনেতা?

জন্মদিনে কোনও উদ্‌যাপনে নেই সাহেব চট্টোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪:২৩
image of Saheb Chattopadhyay

অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

জন্মদিনে বাড়িতে নেই অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। গত কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত অভিনেতা। সাহেব জানিয়েছেন, বুধবার তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার জেরে অভিনেতার একাধিক অনুষ্ঠান বাতিল হয়েছে।

Advertisement

শুক্রবার আনন্দবাজার অনলাইনের তরফে সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। কড়া অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে তাঁকে। সাহেব বললেন, ‘‘কয়েক দিন ধরেই জ্বর। ডেঙ্গি পরীক্ষার রিপোর্টেও কিছু পাওয়া গেল না। তার পর হঠাৎ টনসিল ফুলে গেল। কোনও খাবার খেতে পারছিলাম না। ওষুধ খেয়েও কমছিল না। শুধু বমি হচ্ছিল। ডাক্তারের পরামর্শে তার পর হাসপাতালে ভর্তি হতে হল।’’

সাহেব জানিয়েছেন, এখন চিকিৎসা শুরু হয়েছে। গলার ব্যথা কমেছে। তাই এখন খাবার খেতে পারছেন। তবে এই ঘটনায় অভিনেতাকে দু'টি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। সাহেবের কথায়, ‘‘গতকাল শহরেই একটা অনুষ্ঠান ছিল। শনিবার বারাসতে শো ছিল। কিন্তু এই অবস্থায় সে সব বাতিল করা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না।’’

image of Saheb Chattopadhyay

হাসপাতালের বিছানায় সাহেব চট্টোপাধ্য়ায়। ছবি: ফেসবুক।

উল্লেখ্য, শুক্রবার সাহেবের জন্মদিন। বিশেষ দিনে নিজের মাকে ছেড়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে ভাল লাগছে না তাঁর। অভিনেতা বললেন, ‘‘প্রত্যেক বছর এই দিনটা মায়ের সঙ্গে কাটানোর চেষ্টা করি। কিন্তু এ বার সেটা হল না। এই বছরেই আমার দুই দিদিকে হারিয়েছি। মনটা সত্যিই খারাপ।’’ তবে জন্মদিনে সমাজমাধ্যমে অভিনেতাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। পাশাপাশি অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই।

সম্প্রতি, শহরে হিন্দি ছবি ‘আপ জ্যায়সা কোই’র শুটিং শেষ করেছেন সাহেব। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আর মাধবন। সাহেব বললেন, ‘‘হয়তো জীবনে যা হয়, ভালর জন্যই হয়। শুটিংয়ের সময়ে আমাকে যদি হাসপাতালে ভর্তি করাতে হত, তা হলে কী করতাম, জানি না!’’ সাহেবের আশা, নতুন বছরের আগেই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন।

Advertisement
আরও পড়ুন