Ankush on Mirza

নিজের যোগ্যতায় ছবি চলেছে, জোর করে নয়! প্রেক্ষাগৃহে ‘মির্জ়া’র ৫০ দিনে বললেন অঙ্কুশ

প্রেক্ষাগৃহে ৫০ দিন সম্পূর্ণ করল ‘মির্জ়া’। ছবির ব্যবসায় তিনি কি খুশি? জানালেন ছবির প্রযোজক ও অভিনেতা অঙ্কুশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২৪ ১৬:০২
Image of actor Ankush Hazra

‘মির্জ়া’ ছবির একটি দৃশ্যে অঙ্কুশ। ছবি: সংগৃহীত।

ছবির নাম ঘোষণার পর থেকেই বিতর্ক ও সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তিনি। কিন্তু যাবতীয় প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে ৫০ দিন পূর্ণ করল অঙ্কুশ হাজরা প্রযোজিত ছবি ‘মির্জ়া’। বিশেষ দিনে অভিনেতা মনের কথা জানালেন আনন্দবাজার অনলাইনকে।

Advertisement

শুরু থেকেই অঙ্কুশ জানিয়েছিলেন, ‘মির্জ়া’র মাধ্যমে তিনি বাংলা বাণিজ্যিক ছবিকে মূলস্রোতে ফিরিয়ে আনতে চান। সেই উদ্দেশ্যে কতটা সফল হলেন অভিনেতা? অঙ্কুশ বললেন, ‘‘আমি যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে আপ্লুত। কিন্তু জানি, গত ১২ বছরে বাণিজ্যিক ছবির দর্শক বদলে গিয়েছে। তবুও দর্শক যে এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন, ‘মির্জ়া’ তার প্রমাণ।’’

৫০ দিন মানে, শোয়ের সংখ্যা কমেছে। সেখানে এই মুহূর্তে ছবির পরিস্থিতি কী রকম? অঙ্কুশ জানালেন নন্দন ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি হলে ‘মির্জ়া’ চলছে। অভিনেতার কথায়, ‘‘চতুর্থ ও পঞ্চম সপ্তাহে খুব ভাল ব্যবসা করেছে। নন্দনে এখনও শো শুরু হওয়ার আগে ৯০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যাচ্ছে।’’ জুন মাস থেকে বক্স অফিসে বাংলা ছবির সংখ্যা বাড়বে। এর পর ছবির ভবিষ্যৎ কী ভাবে দেখছেন অঙ্কুশ? অভিনেতা বললেন, ‘‘নিজের যোগ্যতায় ছবিটা ৫০দিন সম্পূর্ণ করেছে। জোর করে চালাইনি। দেখা যাক আমরা ৭৫ দিন বা ১০০ দিন পূর্ণ করতে পারি কি না।’’

বাণিজ্যিক ছবি থেকে প্রযোজকের ঘর টাকা ফেরানো যে এখন কঠিন, সে কথা আগেও উল্লেখ করেছিলেন অঙ্কুশ। তবে ‘মির্জ়া’র বক্স অফিস নিয়ে তিনি খুশি। বললেন, ‘‘কত টাকা বিনিয়োগ করেছি আর কতটা টাকা ফিরেছে সেটা আমি জানি। ঘাটতি তো আছেই। তবে ছবির স্যাটেলাইট এবং অন্যান্য স্বত্ব নিয়ে যেখানে দাঁড়িয়ে আছি, আমি খুশি।’’

বাণিজ্যিক মশালা ছবির যে ‘শত্রু’ আছে, সে কথা স্বীকার করলেন অঙ্কুশ। কারণ ‘মির্জ়া’ মুক্তির সময়েও তাঁকে নেচিবাচক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অঙ্কুশের মতে, এই ধরনের সমালোচনা আগেও হয়েছে, আগামী দিনেও থাকবে। অভিনেতার কথায়, ‘‘অতীতে দেখেছি, চেষ্টা করেও বহু বাণিজ্যিক ছবির বক্স অফিস ১০ বা ২০ লক্ষ টাকা অতিক্রম করতে পারেনি। ‘মির্জ়া’ সেখানে আমার মনের জোর অনেকটাই বাড়িয়ে দিয়েছে।’’

‘মির্জ়া’র সিক্যুয়েল নিয়ে কী ভাবছেন অঙ্কুশ? অভিনেতা জানালেন, ভাল গল্প, চিত্রনাট্য, কাস্টিং— সব কিছু ঠিক হলে ২০২৬ সালে ‘মির্জ়া ২’-এর কাজ শুরু করবেন তিনি। একই সঙ্গে আত্মবিশ্বাসী অঙ্কুশ যোগ করলেন, ‘‘এটুকু বলতে পারি মির্জ়ার বক্স অফিস ব্যবসার পরিমাণ ‘মির্জ়া ২’-এর প্রথম তিন দিনের ব্যবসায় উঠে আসবে।’’

আরও পড়ুন
Advertisement