কলকাতায় ‘অল উই ইমাজিন অ্যাজ় লাইট’-এর বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন পরিচালক বৌদ্ধায়ন মুখোপাধ্যায়, উপস্থিত ছিলেন পায়েল কাপাডিয়াও।। ছবি: সংগৃহীত।
কান চলচ্চিত্র উৎসবে ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি। ‘অল উই ইমাজিন অ্যাজ় লাইট’ সিনেমার জন্য গ্রাঁ প্রি পেয়েছিলেন পায়েল কাপাডিয়া। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। কলকাতার সিনেপ্রেমীদের মধ্যেও সাড়া ফেলেছে এই ছবি। ‘অল উই ইমাজিন অ্যাজ় লাইট’-এর সোমবার কলকাতায় বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন পরিচালক বৌদ্ধায়ন মুখোপাধ্যায়।
কিছু দিন আগেই অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘মানিকবাবুর মেঘ’ ছবিটির প্রযোজনা করেছিলেন তিনি। তবে ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইট’-এর সঙ্গে তাঁর সরাসরি কোনও যোগ নেই। তা হলে কলকাতার বিশেষ প্রদর্শনের দায়িত্ব নিলেন কেন তিনি? আনন্দবাজার অনলাইনকে বৌদ্ধায়ন বলেন, “এই ছবির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ছবিটা এর মধ্যেই বেশ সাড়া ফেলেছে। কলকাতায় ছবিটি মুক্তির সময়ে ভারতের প্রযোজক জিকো মৈত্র আমার সঙ্গে যোগাযোগ করেন। আমাকেই কলকাতায় এই ছবি উপস্থাপন করার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। কেরলেও একজন স্থানীয় পরিচালক ছবিটি উপস্থাপন করেন।”
বৌদ্ধায়ন যোগ করেন, “আসলে স্বাধীন পরিচালকদের মধ্যে একটা সংযোগ রয়েছে। আমরা পরস্পরের পাশে দাঁড়াতে পছন্দ করি। অবশ্য এই ছবির আমাকে কোনও প্রয়োজন নেই। তবে আমি সততার সঙ্গে এই ছবির পাশে দাঁড়িয়েছি। আমার লক্ষ্যই ছিল, কিছু মানুষকে এই ছবিটা দেখানো। সেই দায়িত্বই আমি পেয়েছি। আর এই ছবির কথা মানুষের মুখে মুখেও ছড়িয়ে পড়ছে। তাই পায়েলের এখানে আসাও খুব জরুরি ছিল।”
ছবি নিয়ে আনন্দবাজার অনলাইনকে পায়েল কাপাডিয়া বলেন, “গত বছরের কথা, এই সময় আমাদের ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল। আমরা ভাবতেও পারিনি এই সাফল্য আসবে। এখন ভাবি, আমরা কী করে ফেলেছি! তবে ছবিটি শেষ করতে আমাদের অনেকটা সময় লেগেছিল। মানুষ ছবিটি দেখছে, আমাদের ভাল লাগছে।”
কান-ফেরত এই ছবি দেখতে হাজির হয়েছিলেন টলিপাড়ার শিল্পীরাও। ছবি দেখতে এসেছিলেন সুদেষ্ণা রায়, পিয়া চক্রবর্তী, রূপম ইসলাম, রূপসা দাশগুপ্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।