AR Rahman

রহমানের নাম জুড়েছে বেসিস্ট মোহিনীর সঙ্গে! জোড়া বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সুরকারের পুত্র

প্রশ্ন ওঠে, তবে কি বাঙালি বেসিস্টের জন্যই রহমান-সায়রার দাম্পত্যে ফাটল? এই বিতর্কে বিরক্ত রহমানের পরিবার। এ বার মুখ খুললেন এআর রহমানের পুত্র আমিন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৯:৫৬
AR Rahman’s son Ameen slams netizens who are linking his father with bassist Mohini Dey

এআর রহমানের বিচ্ছেদের সঙ্গে জুড়ছে মোহিনীর নাম, মুখ খুললেন আমিন। ছবি: সংগৃহীত।

বিগত ৭২ ঘণ্টা ধরে ব্যক্তিজীবনের কারণে শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর প্রকাশ্যে আনেন। কিছু ক্ষণের মধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করে খবরে সিলমোহর দেন রহমানও। ঠিক তার পরের দিনই এআর রহমানের গানের দলের বেসিস্ট মোহিনী দে-ও তাঁর বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করেন। শুরু হয় নেটপাড়ার নীতিপুলিশি।

Advertisement

পর পর বিচ্ছেদের খবর শুনে দুইয়ে দুইয়ে চার শুরু করেন নেটাগরিকেরা। প্রশ্ন ওঠে, তবে কি বাঙালি বেসিস্টের জন্যই রহমান-সায়রার দাম্পত্যে ফাটল? এই বিতর্কে বিরক্ত রহমানের পরিবার। এ বার মুখ খুললেন এআর রহমানের পুত্র আমিন। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন তিনি। আমিন স্পষ্ট জানিয়েছেন, বৃথাই মানুষ দু’টি বিচ্ছেদের মধ্যে যোগ খুঁজছেন। কঠিন সময়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন তিনি।

আমিন তাঁর পোস্টে লেখেন, “আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তাঁর মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে।”

রহমান-পুত্র আরও লেখেন, “কারও জীবন নিয়ে কথা বলার সময় সত্যতার কথা যেন আমরা মাথায় রাখি। দয়া করে এই ধরনের গুজবে কান দেবেন না এবং ভুল তথ্য ছড়াবেন না। ওঁর সম্মান যাতে সংরক্ষিত থাকে, সেই দিকটা দেখি চলুন।”

রহমানের মেয়ে রহিমাও এই গুজবের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।’’ আসলে নাম না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিলেন রহিমা।

Advertisement
আরও পড়ুন