Anindya Chatterjee

Anindya Chatterjee: কারা যেন বলেছিল, প্রতিবাদ করে কিস্যু হয় না, প্রশ্ন ছুড়লেন অনিন্দ্য

প্রতিবাদের জয়গান গেয়েছেন অনিন্দ্য। তাঁর মতে, 'প্রতিবাদ করে কিছু হয় না' গোছের মনোভাব ভুল প্রমাণিত হল কৃষি আইন প্রত্যাহারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২০:০৫
প্রতিবাদের জয়গান গেয়েছেন অনিন্দ্য।

প্রতিবাদের জয়গান গেয়েছেন অনিন্দ্য।

গত এক বছর দিল্লির রাস্তা ভরে উঠেছিল কৃষকদের স্লোগানে, আর্জিতে। দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে আবেদনে সাড়া দিয়েছে মোদী-সরকার। বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণায় উচ্ছ্বসিত বলিউড থেকে টলিউড। সোনু সুদ, রিচা চড্ডা, তাপসী পান্নুদের মতোই সেই খুশির কথা ব্যক্ত করেছেন টলি-অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।

Advertisement

শুক্রবার দুপুর তিনটে নাগাদ অনিন্দ্যর টুইট— ‘কারা যেন বলেছিল, এ সব প্রতিবাদ করে কিস্যু হয় না। তারা কই?’ অভিনেতার উল্লাস স্পষ্ট। কৃষকদের পাশে ছিলেন না যাঁরা, এই খোঁচা যে তাঁদের জন্যই বরাদ্দ, তা বুঝতে বেগ পেতে হয় না বিশেষ।
প্রতিবাদের জয়গান গেয়েছেন অনিন্দ্য। তাঁর মতে, ‘প্রতিবাদ করে কিছু হয় না’ গোছের মনোভাব আরও এক বার ভুল প্রমাণিত হল। রাস্তায় নেমে লাগাতার প্রতিবাদের জেরেই যে কেন্দ্রের অবস্থান বদল, তা স্পষ্ট হল আইন প্রত্যাহারের পদক্ষেপে।

Advertisement
আরও পড়ুন