Devlina Kumar

Devlina Kumar: বিশেষ দিনে শুভেচ্ছা-ছবি, জীবনের দুই প্রিয় পুরুষকে ভালবাসা জানালেন দেবলীনা

ছবিতে হাসিমুখে জামাইয়ের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন দেবাশিস। গৌরবের মুখেও স্মিত হাসি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:১৮
ভালবাসার দুই পুরুষকে শুভেচ্ছা জানালেন দেবলীনা।

ভালবাসার দুই পুরুষকে শুভেচ্ছা জানালেন দেবলীনা।

আন্তর্জাতিক পুরুষ দিবস। পুরুষদের উদ্‌যাপনের জন্য তুলে রাখা একটি দিন। এই বিশেষ দিনে তাই জীবনের দুই বিশেষ পুরুষকে শুভেচ্ছা জানালেন দেবলীনা কুমার।

বাবা দেবাশিস কুমার এবং স্বামী গৌরব চট্টোপাধ্যায়কে ভালবাসা জানিয়েছেন দেবলীনা। ইনস্টাগ্রামে তাঁদের ছবি দিয়ে ‘রঙ্গবতী’ লিখেছেন, ‘শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস।’ সঙ্গে হৃদয়-চিহ্ন।

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখে জামাইয়ের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন দেবাশিস। গৌরবের মুখেও স্মিত হাসি। দু’জনের পরনেই হালকা রঙা পাঞ্জাবি। থালায় সাজানো চন্দন, ধান, দূর্বা। সেই সব দিয়েই অভিনেতা জামাইকে আশীর্বাদ সেরেছিলেন রাসবিহারীর বিধায়ক। প্রিয় দুই পুরুষের এই বিশেষ মুহূর্তকেই লেন্সবন্দি করে রেখেছেন দেবলীনা। সুযোগ বুঝে সেই ছবি দিয়েই উপুড় করলেন ভালবাসার ঝাঁপি।

Advertisement
আরও পড়ুন