Ranveer Singh

Ranveer Singh: সব চেয়ে কাঙ্ক্ষিত পুরুষ! বলিউডের এই অভিনেতায় বুঁদ রণবীর

এই প্রথম নয়। আগেও বহুবার অমিতাভের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রণবীর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৯:৪৮
নিজের মুগ্ধতা প্রকাশ করতে দ্বিতীয় বার ভাবেননি রণবীর।

নিজের মুগ্ধতা প্রকাশ করতে দ্বিতীয় বার ভাবেননি রণবীর।

শ্যুট, বুট, টাই। ঘন কালো চুল। চোখে কালো চশমা। অমিতাভ বচ্চন যেন কয়েক দশক আগের‘অ্যাংরি ইয়ং ম্যান’। সম্প্রতি বিগ বি-র ইনস্টাগ্রামে ফুটে উঠল তাঁর এক টুকরো অতীত।সেই ছবি দিয়ে তিনি লিখলেন, ‘কোথায় গেল সেই দিনগুলো!’

অমিতাভকে দেখে বরাবরের মতোই মুগ্ধ তাঁর অনুরাগীরা। তবে সেই তালিকায় জুড়েছে এক তারকা।তিনি রণবীর সিংহ। শাহেনশার প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করতে দ্বিতীয় বার ভাবেননি তিনি।তাঁর ছবির নীচে লিখলেন, ‘সব চেয়ে কাঙ্ক্ষিত পুরুষ’।

Advertisement

এই প্রথম নয়। আগেও বহুবার অমিতাভের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রণবীর। প্রিয় অভিনেতার প্রতি ভালবাসা প্রকাশ করতে তিনি পিছপা হন না কখনওই।

আপাতত ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৩ তম সিজন নিয়ে ব্যস্ত অমিতাভ। অন্য দিকে পাহাড়ের দেশে স্ত্রীর সঙ্গে অবসর কাটাচ্ছেন রণবীর। তবে সব কিছুর মাঝেই বিগ বি-র আমেজে বুঁদ রয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন