Pushpa 2 release update

‘পুষ্পা ২’ নিয়ে ধোঁয়াশা কাটেনি, পিছিয়ে যেতে পারে মুক্তি, কবে আসবে অল্লুর ছবি?

‘পুষ্পা ২’-এর মুক্তি নিয়ে জল্পনা অব্যাহত। স্বাধীনতা দিবসের পরিবর্তে ছবিটি কবে মুক্তি পেতে পারে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ১৮:৪৬
Allu Arjun and Sukumar’s Pushpa 2 is officially postponed targets December 2024 release

‘পুষ্পা ২’ ছবিতে অল্লু অর্জুনের লুক। ছবি: সংগৃহীত।

২০২১ সালে ‘পুষ্পা’ ছবির মাধ্যমে জাতীয় পর্যায়ে চর্চার কেন্দ্রে চলে আসেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। বক্স অফিসে ছবিটি একাধিক নজির সৃষ্টি করে। তার পরেই নির্মাতারা ছবির সিক্যুয়েলের কথা ঘোষণা করেন। বছরের শুরুতেই জানা গিয়েছিল, ‘পুষ্পা ২’ মুক্তি পাবে আগামী ১৫ অগস্ট। কিন্তু, সত্যিই কি তাই?

Advertisement

সম্প্রতি ‘পুষ্পা ২’-এর মুক্তি নিয়ে জল্পনা দানা বেঁধেছে। দক্ষিণী ইন্ডাস্ট্রি সহ বলিউডেও যা নিয়ে চর্চা শুরু হয়েছে। শোনা গিয়েছিল, নির্ধারিত সময়ে ছবির কাজ শেষ করার সম্ভাবনা নেই বলেই নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন। সূত্রের দাবি, ছবির এখনও বেশ কিছু অংশের শুটিং বাকি রয়েছে। পাশাপাশি এ রকমও শোনা যাচ্ছে যে, ভিএফএক্সের কাজ শেষ করতে এখনও অনেকটা সময় লাগবে নির্মাতাদের। তাই তাঁরা ছবি মুক্তি পিছিয়ে দিতে চাইছেন।

সূত্রের খবর, সম্প্রতি ছবির মুক্তি নিয়ে পরিচালক সুকুমার ও অল্লু একপ্রস্ত বৈঠক করেছেন। তা হলে ছবিটি কবে মুক্তি পেতে পারে? শোনা যাচ্ছে, নির্মাতারা বড়দিনের সময়ে ছবিটিকে নিয়ে আসতে চাইছেন। ‘পুষ্পা’ মুক্তি পেয়েছিল ডিসেম্বর মাসে। তাই সিক্যুয়েলের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন অনেকেই। একটি সূত্রের মতে, প্রথম পর্বের মাধ্যমে দর্শকের যে প্রত্যাশা তৈরি হয়েছে, কোনও রকম তাড়াহুড়োয় তা নষ্ট করতে চাইছেন না নির্মাতারা। খুব দ্রুত নির্মাতারা এই প্রসঙ্গে ঘোষণা করতে পারেন।

Advertisement
আরও পড়ুন