Alia Bhatt

‘বেআইনি মাদক অর্ডার করেছেন?’ বড় জালিয়াতির শিকার হতে হতে বাঁচলেন আলিয়ার মা

আজ কাল মুঠোফোনের মাধ্যমে বহু মানুষই জালিয়াতির শিকার হচ্ছেন। এ বার বড় জালিয়াতির শিকার হতে হতে বাঁচলেন আলিয়ার মা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২৪ ১৯:৫৭
Alia Bhatt’s mother Soni Razdan alerts her fan about a scam

আলিয়া ভট্ট ও সোনি রাজ়দান। ছবি-সংগৃহীত।

বড় জালিয়াতির শিকার হতে হতে বাঁচলেন অভিনেত্রী আলিয়া ভট্টের মা সোনি রাজ়দান। অচেনা নম্বর থেকে ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই ঘটে। এবার সেই জালিয়াতির নিশানায় ছিলেন সোনি। নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন তিনি।

Advertisement

ইনস্টাগ্রাম পোস্টে সোনি লিখছেন, ‘‘আমাদের চারপাশে বড় জালিয়াতি চলছে। এক জন আমায় ফোন করে বললেন, তিনি দিল্লি পুলিশ থেকে কথা বলছেন। তিনি বললেন, আমি নাকি বেআইনি মাদক অর্ডার করেছি। আমার আধার কার্ডের নম্বর জিজ্ঞাসা করলেন। আমারই পরিচিত কয়েক জনের কাছে এই ধরনেরই ফোন কল এসেছিল।’’

আলিয়ার মা আরও বলছেন, ‘‘এঁরা ফোন করে ভয় পাইয়ে দেন। এই ধরনের কথা বলে টাকা হাতিয়ে নিতে চান। এই ধরনের ফাঁদে পা দেবেন না। এঁদের দ্বারা প্রভাবিত হবেন না। আমি কয়েক জনকে জানি, যাঁরা এঁদের কথার ফাঁদে পড়েছেন এবং বহু টাকা হারিয়েছেন। অন্য কেউ যাতে এই বিপদে না পড়েন, তাই এই পোস্টে জানালাম।’’

এই ধরনের জালিয়াতি নিয়ে সচেতন থাকার কথা বলেছেন সোনি। তাঁর কথায়, ‘‘এই ধরনের ফোন এলে স্বাভাবিক ভাবেই বোঝা যায় না। বিশ্বাস করুন, আমিও প্রথমে ভেবেছিলাম, এই ফোনের মধ্যে কোনও সত্যতা আছে। আমি এক জনের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে, এটা আসলে জালিয়াতি করার উদ্দেশ্যে করা হয়েছে। তাই আমি এড়িয়ে গিয়েছি। দিন দিন এই ধরনের জালিয়াতি আরও বাড়ছে। তাই সতর্ক থাকুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement