Aamir Khan-Ajay Devgn

তিন দশকের ব্যবধান, আমির-অজয় একসঙ্গে, নতুন ছবি প্রসঙ্গে কী জানালেন দুই অভিনেতা?

১৯৯৭ সালে মুক্তি পায় ইন্দ্র কুমার পরিচালিত ছবি ‘ইশ্‌ক’। এই ছবিতে অজয় এবং আমির প্রথম একসঙ্গে অভিনয় করেন। দুই অভিনেতা আরও এক বার একসঙ্গে ছবি করতে ইচ্ছুক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৪:২৭
Ajay Devgn and Aamir Khan to reunite for Ishq sequel after 27 years

শনিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে মঞ্চে অজয় দেবগন এবং আমির খান। ছবি: পিটিআই।

দু’জনে ভাল বন্ধু। তবে পর্দায় তাঁদের একসঙ্গে খুব বেশি দেখা যায়নি। ১৯৯৭ সালে মুক্তি পায় ইন্দ্র কুমার পরিচালিত ছবি ‘ইশ্‌ক’। এই ছবিতে অজয় এবং আমির প্রথম একসঙ্গে অভিনয় করেন। তার পর প্রায় তিন দশক অতিক্রান্ত। অবশেষে দুই অভিনেতা ফের একসঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছেন।

Advertisement

শনিবার মুম্বইয়ে ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’ ছবির মহরতে উপস্থিত ছিলেন আমির ও অজয়। এই ছবির মাধ্যমে ইন্দ্রের ছেলে আমন ইন্দ্র কুমার অভিনয়ে পা রাখছেন। অজয় প্রসঙ্গে জি়জ্ঞাসা করা হলে আমির বলেন, ‘‘অজয়ের সঙ্গে দেখা হলে ভাল লাগে। আমাদের খুব বেশি দেখা হয় না। কিন্তু দেখা হলে সেটা একে অপের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধায় ভরে ওঠে।’’ আমির আরও জানান, কী ভাবে সেটে একটি শিম্পাঞ্জির হাত থেকে অজয় তাঁকে রক্ষা করেন। অজয়ের সরস মন্তব্য, ‘‘দোষ আমিরের! ও নিরীহ প্রাণীটার গায়ে জল দিয়ে দেয়। তার পর সে খেপে যেতেই আমির ‘বাঁচাও বাঁচাও’ বলে দৌড়তে শুরু করে।’’

অজয় আমির প্রসঙ্গে বলতে গিয়ে ‘ইশ্‌ক’ ছবির স্মৃতি রোমন্থন করেন। তাঁর কথায়, ‘‘ছবির শুটিংয়ের সময়ে আমরা খুব মজা করেছিলাম। আমার তো মনে হয় আমাদের আবার একসঙ্গে ছবি করা উচিত।’’ অজয়ের মন্তব্যকে সমর্থন করেন আমির। এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে কৌতূহল, তা হলে কি এই জুটি ‘ইশ্‌ক’-এর সিক্যুয়েলের প্রতি ইঙ্গিত করেছেন। যদিও তা যথা সময়ে প্রকাশ্যে আসবে। তবে দুই অভিনেতা যে একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন, তা জেনে খুশি অনুরাগীদের একটা বড় অংশ।

Advertisement
আরও পড়ুন