Celeb Life

‘কেউ লারার সামান্যতম ক্ষতি করলেও ছাড়ব না’, অবশেষে মুখ খুললেন ‘বাবা’ বরুণ

মেয়ের বাবা হয়েছেন। দায়িত্ব বেড়েছে তাঁর। এখন বুঝতে পারছেন, বাবাদের কত ভাবে সন্তানকে রক্ষা করতে হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৩:২৩
‘বাবা’ বরুণ ধওয়ান মেয়ে লারাকে নিয়ে চিন্তিত?

‘বাবা’ বরুণ ধওয়ান মেয়ে লারাকে নিয়ে চিন্তিত? ছবি: ইনস্টাগ্রাম।

বাবা হয়েছেন বরুণ ধওয়ান, মেয়ের বাবা। অভিনেতা এখন পদে পদে বুঝছেন, তাঁর দায়িত্ব কতটা বেড়েছে। সেই উপলব্ধি থেকেই সম্প্রতি সাংবাদিকদের কাছে ‘অভিনেতা’ বরুণ নন, মুখ খুলেছেন ‘বাবা’ বরুণ। মেয়েকে নিয়ে তাঁর বক্তব্য, “কেউ যদি লারার সামান্যতমও ক্ষতি করে তাকে হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধা করব না।”

Advertisement

‘সিটাডেল: হানি বানি’তে তাঁর অভিনয় প্রশংসিত। নতুন করে চর্চায় নায়ক। নিজের অভিনীত চরিত্র নিয়ে সম্প্রতি একাধিক সাক্ষাৎকার দিয়েছেন। স্বাভাবিক ভাবেই অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন রেখেছিলেন সাংবাদিকেরা। তখনই তিনি কথায় কথায় জানান, বাবা হওয়ার পর বুঝতে পেরেছেন কতটা দায়িত্ব বেড়ে যায়। এ-ও বুঝতে পারছেন, তাঁর বাবা ডেভিড ধওয়ান কেন তাঁকে নিয়ে এত দুশ্চিন্তায় ভোগেন।

বরুণ আজ নিজের বাবার মতোই মেয়েকে নিয়ে প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় ভোগেন। লারা যাতে সুস্থ থাকে, ভাল থাকে— সেই ভাবনায় বুঁদ। পাশাপাশি, মেয়ের নিরাপত্তা নিয়েও চিন্তা তাঁর। সময় পেলেই মেয়েকে নিয়ে থাকেন, খেলাধুলোয় সময় কাটান। কাজের বাইরে আপাতত এটাই তাঁর জীবন। অভিনেতা কিন্তু নতুন জীবন নিয়ে দারুণ খুশি।

Advertisement
আরও পড়ুন