Sajid Khan

যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ পরিচালক সাজিদ খানের প্রত্যাবর্তন, পরের দীপাবলিতে মুক্তি নতুন ছবির

২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে সাজিদ খান পরিচালিত ছবি ‘১০০%’। এই ছবিতে দেখা যাবে জন আব্রাহাম, রীতেশ দেশমুখ, নোরা ফতেহি এবং শেহনাজ গিলকে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:০১
বলিউডে প্রত্যাবর্তন ঘটছে সাজিদ খানের।

বলিউডে প্রত্যাবর্তন ঘটছে সাজিদ খানের। ফাইল চিত্র।

যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ হয়েছিলেন। ‘মিটু’ আন্দোলনের জেরে সাসপেন্ডও করা হয়েছিল তাঁকে। সেই সাজিদ খান আবারও বলিউডে ফিরছেন।

২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে সাজিদ পরিচালিত ছবি ‘১০০%’। এই ছবিতে দেখা যাবে জন আব্রাহাম, রীতেশ দেশমুখ, নোরা ফতেহি, শেহনাজ গিলকে। সম্প্রতি এই খবর জানিয়েছেন চলচ্চিত্র বাণিজ্য বিশারদ তরণ আদর্শ।

Advertisement

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘মিটু আন্দোলনে’ শামিল হয়ে সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে সরব হন একাধিক মহিলা। ছবিতে অভিনয় করার সুযোগ দিয়ে তাঁদের যৌন নির্যাতন করা হত বলে সাজিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরই সাজিদকে এক বছরের জন্য সাসপেন্ড করেছিল ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’।

যৌন হেনস্থার অভিযোগের পর আবার যে ভাবে বড় বাজেটের ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন সাজিদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন